কোভিডে আক্রান্ত বলিউড অভিনেত্রী নোরা ফতেহি। নিজের সোশ্যাল হ্যান্ডেলের মাধ্যমে সেই খবর নিজেই জানিয়েছেন তিনি। গত কয়েকদিন ধরে ঘরবন্দি ছিলেন তিনি। আপাতত কোয়ারেন্টিনে রয়েছেন। কোভিডের সমস্ত বিধি নিষেধ মেনে চলছেন। তবে মৃদু উপসর্গ নয়, নোরার উপর কোভিডের বেশ শক্তপোক্ত প্রভাব পড়েছে বলেই জানান অভিনেত্রী।
গত ২৮ ডিসেম্বর থেকে করোনায় আক্রান্ত নোরা। মৃদু উপসর্গ নয়, নোরার উপর কোভিডের বেশ শক্তপোক্ত প্রভাব পড়েছে বলেই জানিয়েছেন অভিনেত্রী।
ইনস্টাগ্রাম স্টোরিতে নোরা জানিয়েছেন, করোনায় আক্রান্ত তিনি। কোভিডের খুব শক্ত পোক্ত প্রভাব পড়েছে তাঁর উপর। চিকিৎসকের পরামর্শ মেনে চলছেন। বিগত কয়েক দিন ধরে বিছানা ছেড়ে উঠতে পারছেন না তিনি। সকলকে মাস্ক পরার এবং সচেতন থাকার পরমর্শ দিয়েছেন। অভিনেত্রীর কথায়, সকলের উপর করোনার আলাদা আলাদা প্রভাব পড়ছে। তাঁর উপর করোনার বড়সড় প্রভাব পড়েছে। এই মুহূর্তের নিজে সুস্থ হয়ে ওঠার চেষ্টায় রয়েছেন তিনি। নোরার কথায়, স্বাস্থ্যের থেকে জরুরি আর কিছু নেই।
সকলকে সুস্থ এবং সচেতন থাকার পরমর্শ দিয়েছেন তিনি।
সম্প্রতি অভিনেত্রীর মুখপাত্র এক বিবৃতি জারি করেছেন। জানিয়েছেন, সমস্ত প্রোটোকল মেনে কোয়ারেন্টিনে রয়েছেন নোরা। চিকিৎসকের পর্যবেক্ষণে আছেন। গতকাল থেকে অভিনেত্রীর যে ছবি ছড়িয়ে পড়েছে, সেগুলি আগের ইভেন্টের। দিনকয়েক কোথাও যাননি নোরা। তাই পুরনো ছবি এড়িয়ে চলার অনুরোধ করেছেন তাঁরা।
বিএ
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল :[email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০
Copyright © 2024 Onusandhan. All rights reserved.