অবশেষে মাউন্ট মঙ্গানুইয়ে লেখা হলো ইতিহাস। কাইল জেমিসনের বল ব্যাকওয়ার্ড পয়েন্টে ঠেলে চার রান নিলেন মুশফিক।
আর তাতে ৮ উইকেটের ঐতিহাসিক জয় পেল বাংলাদেশ। নিউজিল্যান্ডের বিপক্ষে তাদের ঘরের মাটিতে প্রথমবার জয়ের দেখা পেল টাইগাররা।
অবসান ঘটল প্রায় ২২ বছরের অপেক্ষার। ক্রিকেটের সকল ফরম্যাট মিলিয়ে ৩২ ম্যাচ পর নিউজিল্যান্ডকে হারাল লাল-সবুজরা।
পঞ্চম দিনে মাত্র ২২ রান যোগ করতে পারে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়ন নিউজিল্যান্ড। ১৬৯ রানে ব্ল্যাক ক্যাপদের গুটিয়ে ফেলে বাংলাদেশ। জয়ের জন্য টাইগারদের টার্গেট দাঁড়ায় ৪০ রান।
ক্যারিয়ার সেরা বোলিং করেন এবাদত হোসেন। ৪৬ রানে নেন ৬ উইকেট। তাসকিন আহমেদ ৩৬ রানে নেন ৩টি।
টার্গেটে নেমে শুরুতে অবশ্য হোঁচট খেতে হয় টাইগারদের। ওপেনার সাদমান ইসলাম সাজঘরে ফেরেন ৩ রান করে।
১৭ রান করে জেমিসনের বলে ধরা দিয়ে জয়ের ৬ রান দূরে থেকে ক্রিজ ছাড়েন ওপেনার নাজমুল হোসেন শান্ত।
অন্যপ্রান্তে টিকে থাকেন অধিনায়ক মুমিনুল হক। শান্তর পরে ক্রিজে নামেন মুশফিকুর রহিম। শেষ পর্যন্ত জয় নিয়ে মাঠ ছাড়ে দুই ব্যাটার।
জয়ে ক্রিজ ছাড়ার আগে মুমিনুলের ব্যাট থেকে আসে ১৩ রান ও মুশফিক করেন ৫ রান।
নিজেদের প্রথম ইনিংসে ডেভন কনওয়ের সেঞ্চুরি ও উইল ইয়াং ও হেনরি নিকোলসের ফিফটিতে ৩২৮ রান সংগ্রহ করে নিউজিল্যান্ড। জবাবে জয়, শান্ত, মুমিনুল ও লিটনের ফিফটিতে ৪৫৮ রানের বিশাল সংগ্রহ দাঁড় করায় বাংলাদেশ।
বিএ
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল :[email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০
Copyright © 2024 Onusandhan. All rights reserved.