সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে আজ আফগানিস্তানের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। তবে শুরুটা ভালো হয়নি আদৌ। শুরুর দুই ওভারে ১০ রান তোলার পরই নাঈম শেখ ফিরেছেন ফজলহক ফারুকির শিকার হয়ে।
নাঈম ওয়ানডে সিরিজের সময় চলা টি-টোয়েন্টি দলের অনুশীলনেও ছন্দে ছিলেন না মোটেও। আত্মবিশ্বাসে ঘাটতি ছিল তার। সেই থেকেই হয়তো, ৩২ ম্যাচের অভিজ্ঞতাসম্পন্ন নাঈম আজ শুরুতে স্ট্রাইক দিয়েছিলেন অভিষিক্ত মুনিম শাহরিয়ারকে।
এরপর স্ট্রাইক পেলেন, তবে টিকতে পারলেন না বেশিক্ষণ। দ্বিতীয় ওভার করতে আসা ফজলহক ফারুকি প্রথম বলটা করেন ইনসুইংগিং ইয়র্কার। লাইন ধরতে পারেননি নাঈম। বল গিয়ে সোজা আঘাত হানে প্যাডে।
ফারুকি এরপর জোরালো এক আবেদনই করেছিলেন। তবে আম্পায়ার সাড়া দেননি তাতে। সোজা রিভিউ করে বসেন আফগান অধিনায়ক মোহাম্মদ নবী।
রিভিউতে দেখা যায় ব্যাটের সংযোগ হয়নি, বলও মিডল স্টাম্পের নিচের অংশে আঘাত হানতো। তাতে প্রথম সফলতা পায় আফগানরা। নাঈম ফেরেন ৫ বলে ২ রান করে। ১০ রানে প্রথম উইকেট হারায় বাংলাদেশ।
বিএ
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল :[email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০
Copyright © 2024 Onusandhan. All rights reserved.