হিজাব বিতর্ক নিয়ে একের পর এক তারকা মুখ খুলছেন। জাভেদ আখতার, কঙ্গনা রানাওয়াত, শাবানা আজমি, তসলিমা নাসরিনের পর এবার এই বিতর্কিত বিষয়টি নিজস্ব মতামত দিলেন উরফি জাভেদ অদ্ভূত পোশাক পরে আর মুসলিম যুবকদের বিরুদ্ধে কটাক্ষ শানিয়ে তিনিও যথেষ্ট বিতর্কের জন্ম দিয়েছেন।
এক সংবাদ মাধ্যমের সঙ্গে সাক্ষাৎকারে উরফি বলেন, “আমার মতে, একজন মহিলা কী পরবেন না পরবেন সেটা বেছে নেওয়া তার অধিকার। এত বছরের লড়াই এই জন্য ছিল না যে আমরা হিজাব না পরতে পারি, এই লড়াইটা ছিল এই জন্য যাতে আমরা যা খুশি তাই পরতে পারি। যদি ওরা স্কুলে হিজাব পরতেই চায়, সেটা কী এমন বড় ব্যাপার? তুমি যদি সংসদে বা অন্য কোথাও যা খুশি তাই পরতে পারো তাতে কী যায় আসে?”
সম্প্রতি মধ্যপ্রদেশের বিজেপি সাংসদ প্রজ্ঞা ঠাকুর হিজাব বিতর্ক নিয়ে এক বিষ্ফোরক মন্তব্য করেন। তিনি বলেন, “হিজাব পরার কোনো দরকার নেই। যারা নিজেদের বাড়িতে সুরক্ষিত নয় শুধু তারাই হিজাব পরে। মাদ্রাসা আছে। সেখানে যদি হিজাব পরা হয় আমাদের কিছু বলার নেই। কিন্তু বাইরে যেখানে ‘হিন্দু সমাজ’ রয়েছে সেখানে এসবের প্রয়োজন নেই।”
এই প্রসঙ্গে উরফি বলেন, “আমি কোনো কিছুরই বিরুদ্ধে নেই। সেটাই বলেছি আমি। প্রজ্ঞা ঠাকুর যা পরেন আমি তার বিরুদ্ধে নই, তেমনি মেয়েরা স্কুলে হিজাব পরলে আমি সেটারও বিরুদ্ধে নই। আমাকে দেখে কী মনে হয়, আমি কারোর কোনো পোশাকের বিরুদ্ধে থাকব?”
উল্লেখ্য, এর আগে উরফি জানিয়েছিলেন তিনি কোনো মুসলিম পুরুষকে বিয়ে করবেন না। তিনি নিজে মুসলিম ধর্মাবলম্বী ঠিকই। কিন্তু যে নোংরা মন্তব্য, কটাক্ষ তিনি পান বেশিরভাগ আসে মুসলিম ধর্মাবলম্বীদের থেকে। উরফির কথায়, “মুসলিম পুরুষরা চায় মহিলাদের দাবিয়ে রাখতে। তাই আমার প্রতি ওদের অত ঘৃণা। মুসলিম সম্প্রদায়ের সব মেয়েকে ওরা নিয়ন্ত্রণ করতে চায়। আমি ইসলামে বিশ্বাস করি না। ওরা যেভাবে চায় সেভাবে আমি আচরণ করি না বলেই ওদের এত রাগ।”
বিএ
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল :[email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০
Copyright © 2024 Onusandhan. All rights reserved.