সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০১:৪৮ অপরাহ্ন

সড়ক দুর্ঘটনা ২ মোটরসাইকেল আরোহী নিহত

নিজস্ব প্রতিবেদক
  • আপলোডের সময় : রবিবার, ২০ মার্চ, ২০২২

দাঁড়িয়ে থাকা ট্রাকে মোটরসাইকেলের ধাক্কায় দুজন নিহত হয়েছেন। রোববার (২০ মার্চ) ভোর ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- সদর উপজেলার রামসাগর তাজপাড়া এলাকার তৈয়ব উদ্দিনের ছেলে আনোয়ারুল ইসলাম (৪০) ও শহরের বড়বন্দর এলাকার কৃষন মজুমদার (৩৫)।

স্থানীয়রা জানান, ভোর ৫টার দিকে দিনাজপুর  উপজেলার কাউগা মোড়ে রাস্তার ওপর দাঁড়িয়ে থাকা নষ্ট ট্রাকে ফুলবাড়ী থেকে দ্রুতগতিতে আসা মোটরসাইকেল ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়।

দিনাজপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার মো. মেহফুজ তানজীর জানান, সকাল ৬টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে যাই। সেখানে আগে থেকে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে ধাক্কা খেয়ে দুজনই নিহত হয়েছেন। এ সময় ঘটনাস্থলে ফেন্সিডিল পাওয়া যায়। মরদেহ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

বিএ

শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..