প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৬, ২০২৪, ১১:৫০ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ১২, ২০২২, ২:০৩ পি.এম
সড়ক দুর্ঘটনায় শিশু নিহত গুরুত্ব আহত মা-বাবা
নাটোরের বড়াইগ্রামে সড়ক দুর্ঘটনায় ফাহিয়া নামের সাত বছর বয়সী এক শিশু নিহত হয়েছে। এসময় শিশুটির পিতা ফারুক হোসেন (৩২) এবং মা দিলারা (২৫) আহত হন। শনিবার সকাল নয়টার দিকে উপজেলার বনপাড়া ফজলিতলা বাইপাস মোড়ে এই দুর্ঘটনা ঘটে।
বনপাড়া হাইওয়ে পরিদর্শক কেরামত আলী জানান, আজ সকালে ফারুক হোসেন তার স্ত্রী দিলারা এবং শিশু সন্তান ফাহিয়াকে নিয়ে মোটরসাইকেল যোগে বনপাড়া থেকে তার নিজ বাড়ি সদর উপজেলার হয়বতপুর এ ফিরছিলেন। পথে বনপাড়া বাইপাস এলে অজ্ঞাত একটি ট্রাক তাদের পেছন থেকে ধাক্কা দিলে তারা তিনজনে রাস্তার পাশে পড়ে যায় এতে তিনজন গুরুতর আহত হন।
এ সময় ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল তাদের উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতালে নিয়ে এসে ভর্তি করে। সেখানে কর্তব্যরত চিকিৎসক ফাহিয়াকে মৃত ঘোষণা করেন।অপরদিকে ফাহিয়ার বাবা ফারুক হোসেন এবং মা দিলারা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। পুলিশ ঘাতক ট্রাকটি আটক করতে পারেনি।
বিএ
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল :[email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০
Copyright © 2024 Onusandhan. All rights reserved.