সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৬:১৬ অপরাহ্ন

সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

অনুসন্ধান ডেস্ক
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ২৩ ডিসেম্বর, ২০২১

চট্টগ্রামের সাতকানিয়ার মিঠাদিঘীর পাড় এলাকায় সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বুধবার (২২ ডিসেম্বর) দিবাগত রাত ১টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি ) সিরাজুল ইসলাম।

নিহতরা হলেন নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানার করিমপুর এলাকার মুন্সী বাড়ীর মৃত নূর হোসেনের ছেলে মুহাম্মদ সালাউদ্দিন (২৫) ও চৌমুহনীর ৪ নম্বর ওয়ার্ডের তোফায়েল আহমেদের ছেলে তৌহিদুল আহমেদ (২৮)।

পুলিশ কর্মকর্তা সিরাজুল ইসলাম বলেন, মোটরসাইলে নিয়ে তারা কক্সবাজার থেকে চট্টগ্রামের দিকে যাচ্ছিল। চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের সাতকানিয়া এলাকায় পৌঁছালে একটি গাড়ির ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় তাদের। তবে কোন গাড়ির ধাক্কায় তারা নিহত হয়েছেন তা বলতে পারেননি ওসি।

তিনি বলেন, স্থানীয়দের কাছ থেকে দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে হাইওয়ে থানায় রাখা হয়েছে। কিভাবে দুর্ঘটনা ঘটছে তা জানার চেষ্টা করছি।

বিএ

শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..