সিরাজগঞ্জে ট্রাকচাপায় জুবায়ের হোসেন (৩০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এতে মোটরসাইকেলের অপর আরোহী আহত হন। শনিবার (২১ মে) রাত ৯টার দিকে কড্ডার মোড়-বেলকুচি আঞ্চলিক সড়কের খিদির বটতলা এলাকায় এ দূর্ঘটনা ঘটে।
নিহত জুবায়ের বেলকুচি উপজেলার রাজাপুর গ্রামের সোনা মল্লিকের ছেলে এবং আহত তিমির (১৪) একই গ্রামের শফিকুল ইসলামের ছেলে।
এ ব্যাপারে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম জানান, মোটরসাইকেলযোগে জুবায়ের ও তিমির রাজাপুরে যাচ্ছিলেন। তারা ঘটনাস্থলে পৌঁছলে একটি মিনি ট্রাক তাদের চাপা দেয়। এতে দুজনেই গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক জুবায়েরকে মৃত ঘোষণা করেন। আহত তিমিরকে ওই হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তিনি আরও বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ট্রাকটিকে জব্দ করেছে। তবে চালক ও হেলপার পালিয়ে গেছে।
বিএ
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল :[email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০
Copyright © 2024 Onusandhan. All rights reserved.