রাজশাহীর পুঠিয়া থানার দুই পুলিশ কর্মকর্তা সাজাপ্রাপ্ত আসামি ধরতে গিয়ে মারধরের শিকার হয়েছেন। তারা হলেন এএসআই রেজা কবির ও রবিউল ইসলাম।
তারা আহত হয়ে পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন।
মঙ্গলবার (১৩ জুন) পুঠিয়ার গাওপাড়া ঢালানে এক বছরের সাজাপ্রাপ্ত আসামি রুবেল হোসেনকে (৩৫) ধরতে গেলে তার পরিবারের লোকজন ওই দুই পুলিশ কর্মকর্তা মারধর করে।
জানাগেছে, গাওপাড়ার সাইফুল ইসলামের ছেলে রুবেল হোসেনের এক বছরের দণ্ড হয় নারী ঘটিত কারণে। এরপর থেকে তিনি পলাতক রয়েছেন। মঙ্গলবার রুবেল বাড়িতে অবস্থান করছে এমন খবরে তাকায় ধরতে যান দুই পুলিশ কর্মকর্তা। তাদেরকে দেখেই রুবেল ও তার পরিবার লোকজন লাঠিসোটা দিয়ে মারধর শুরু করে। তবে পুলিশ রুবেলকে আটক করতে সমর্থ হয়েছে।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফারুক হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমাদের দুই পুলিশ কর্মকর্তা আহত হয়ে চিকিৎসা নিচ্ছেন। এব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বিএ/
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল :[email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০
Copyright © 2024 Onusandhan. All rights reserved.