নিজস্ব প্রতিবেদক : রাজশাহীর দুর্গাপুরে ১০ বছর বয়সী চতুর্থ শ্রেণীর শিশু শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে এক বৃদ্ধকে গণপিটুনির পর মুখে চুন-কালি লাগিয়ে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী।
গ্রেপ্তার বৃদ্ধের নাম আব্দুস সাত্তার (৬৮) তার বাড়ি উপজেলার ঝালুকা ইউনিয়নের সায়বাড় গ্রামে।
সোমবার (১৯ মে) সকালে উপজেলার সায়বাড় গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, উপজেলার সায়বাড় গ্রামের ভুক্তভোগী শিশুটি সকালে স্কুলে যাবার পথে সেখান থেকে সাত্তার ওই শিশুর মুখ চেপে ধরে পার্শ্ববর্তী বাঁশবাগানে নিয়ে গিয়ে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করে। শিশুটির চিৎকার শুনে তার পরিবারের লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে এলে আব্দুস সাত্তার পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে ধরে গণপিটুনির পর মুখে চুন-কালি দিয়ে পুলিশে দেয়। ভিকটিম ওই শিশুকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
ভুক্তভোগী শিশুর মা বলেন, তার শিশুকন্যাকে স্কুলে যাবার সময়ে প্রতিবেশী আব্দুস সাত্তার ডেকে নিয়ে ঘুমের ঔষধ খাইয়ে জোরপূর্বক ধর্ষণচেষ্টা করে। আমার মেয়ে চিৎকারে লোকজন ছুটে আসলে পালানোর সময় স্থানীয়রা তাকে ধরে ফেলে। বর্তমানে আমার মেয়ে হাসপাতালে ভর্তি রয়েছে। আমি ওই লম্পট আব্দুস সাত্তারের শাস্তি দাবি করছি।
দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুরুল হোদা বলেন, শিশু ধর্ষন চেষ্টার অভিযোগে এক বৃদ্ধকে মুখে চুন-কালি দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা। এঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে। আইনি প্রক্রিয়া শেষে গ্রেপ্তারকৃত আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।
বিএ..
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল :[email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০
Copyright © 2025 Onusandhan. All rights reserved.