মাদক মামলায় অভিযুক্ত হওয়ার পর চলচ্চিত্র শিল্পী সমিতির সদস্যপদ স্থগিত করা হয়েছিল পরীমনির। সেই সদস্যপদ স্থগিতাদেশ বাতিল করেছেন। বিষয়টি নিশ্চিত করেছেন সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান। তবে বিষয়টি নিয়ে বেশি কথা বলতে চাননি জায়েদ খান।
জায়েদ বলেন, এটি নিয়ে বেশি কথা বলতে চাই না। পরীমনি আমাদের কাছে লিখিত আবেদন করেছিল, আমরা সেই আবেদন আমলে নিয়ে তার সদস্যপদ স্থগিতাদেশ বাতিল করেছি।’ এই সিদ্ধান্ত কবে নেয়া হয়েছে তাও বলতে চাননি জায়েদ।
অন্যদিকে বুধবার জানা গেছে, পরীমনি নির্বাচন করবেন ইলিয়াস কাঞ্চন-নিপুণ প্যানেল থেকে। তার ভোট দেয়া এবং নির্বাচন করায় কোনো অসুবিধা নেই বলে জানান শিল্পী সমিতির নির্বাচনের নির্বাচন কমিশনার পিরজাদা হারুন।
তিনি বলেন, ‘আমাদের কাজ ভোটার তালিকা প্রস্তুত হওয়া থেকে শুরু হয়েছে। তালিকায় যদি পরীমনির নাম থাকে তাহলে ভোট দেয়া ও নির্বাচনে প্রার্থী হওয়ায় কোনো অসুবিধা নেই।’
সরেজমিন দেখা যায় ৪২৮ জনের ভোটার তালিকায় ১৯৪ নম্বরে রয়েছে পরীমনির নাম। শিল্পী সমিতির ভোট অনুষ্ঠিত হবে ২৮ জানুয়ারি। এতে অংশ নিচ্ছে দুটি প্যানেল।
বিএ
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল :[email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০
Copyright © 2024 Onusandhan. All rights reserved.