সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০১:৫৫ অপরাহ্ন

লোহাগাড়ায় ডাম্পট্রাকের চাপায় প্রাইভেট কারের ৫ যাত্রী নিহত

নিজস্ব প্রতিবেদক
  • আপলোডের সময় : সোমবার, ২১ মার্চ, ২০২২

ডাম্পট্রাকের চাপায় প্রাইভেট কারের পাঁচ যাত্রী নিহত হয়েছেন। চট্টগ্রামের লোহাগাড়ায় আধুনগর এলাকায় সোমবার ভোর সাড়ে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে দুজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন, লোহাগাড়ার ৩০ বছরের হারুনুর রশিদ ও ৩৩ বছরের সাইদুল ইসলাম। অন্য তিন যুবকের পরিচয় এখনও জানা যায়নি।

তথ্য নিশ্চিত করেছেন দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল ইসলাম।

তিনি বলেন, ‘চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে কক্সবাজারমুখী প্রাইভেট কারটিকে একটি ডাম্পট্রাক চাপা দিলে পাঁচ যাত্রী আহত হন। পরে তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিলে চিকিৎসক চারজনকে মৃত ঘোষণা করেন। পরে আহত একজনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেয়ার পথে তিনিও মারা যান।’

বিএ

শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..