সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৬:১৭ অপরাহ্ন

র‌্যাবের নতুন ডিজি এম খুরশীদ হোসেন

অনুসন্ধান ডেস্ক
  • আপলোডের সময় : শুক্রবার, ২৩ সেপ্টেম্বর, ২০২২

র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়নের (র‌্যাব) মহাপরিচালক (ডিজি) হিসেবে নিয়োগ পেয়েছেন এম খুরশীদ হোসেন।

বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। আগামী ৩০ সেপ্টেম্বর থেকে এই আদেশ কার্যকর হবে।

এম খুরশীদ হোসেন বর্তমানে পুলিশ সদরদপ্তরের অতিরিক্ত আইজিপি (ক্রাইম অ্যান্ড অপারেশনস) হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি গোপালগঞ্জের কাশিয়ানীতে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন।

এদিকে, একই দিনে বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শকের (আইজিপি) দায়িত্ব দেওয়া হয়েছে চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে। তিনি এতদিন র‌্যাবপ্রধানের দায়িত্ব পালন করছিলেন।

আল মামুনের জন্ম ১৯৬৪ সালের ১২ জানুয়ারি সুনামগঞ্জের শ্রীহেলা গ্রামে। তিনি ১৯৮২ সালে বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৯৮৬ ব্যাচের কর্মকর্তা হিসেবে পুলিশের সহকারী পুলিশ সুপার (এএসপি) হিসেবে যোগ দেন।

বিএ/

শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..