‘কাঁচা বাদাম’ খ্যাত ভুবন বাদ্যকর। তাঁকে নিয়ে নেটিজেনের মধ্যে উচ্ছ্বাসের শেষ নেই। বাদাম বিক্রেতা ভুবন বাবুর লেখা এই গান এখন বিশ্বব্যাপী জনপ্রিয়। ‘কাঁচা বাদাম’-এর পর এ বার ‘আমার নতুন গাড়ি’। নতুন গানও বেঁধেছেন ভুবন বাদ্যকর। চার চাকার গাড়ি চালাতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়েন। সেই আবহই নতুন গান বেঁধে ফেলেন ভুবন বাবু।
‘কাঁচা বাদাম’ গেয়ে নেটদুনিয়ায় ভাইরাল হয়েছিলেন বীরভূম জেলার শিল্পী ভুবন বাদ্যকর। পেশায় তিনি বাদাম বিক্রেতা। গানের লেখা তার, সুর তার এমনকি গেয়েছেন তিনি। এরপর একাধিক জায়গা থেকে সম্মাননা পান। জানা যাচ্ছে, ভুবন বাবু ইতিমধ্যে মুম্বই এমনকি প্রতিবেশী দেশ বাংলাদেশ থেকেও গানের জন্য বিভিন্ন রকম অফার পাচ্ছেন।ভুবন বাদ্যকরের ঘনিষ্ঠ সূত্র মারফত খবর, যদি সবকিছু পরিকল্পনা অনুযায়ী হয়, তাহলে তিনি র্যাপ গানের জন্য একজন আন্তর্জাতিক গায়কের সঙ্গে হাত মেলাতে পারেন।
যদিও সূত্র সেই আন্তর্জাতিক গায়কের নাম প্রকাশ করেননি। বলেছিলেন যে, প্রস্তাবটি এক সপ্তাহ আগে এসেছিল। গায়কের এজেন্টের তরফে ফোন আসে, কিন্তু ভুবন বাদ্যকর এখনও হ্যাঁ বলেননি। তিনি এখন তার ভবিষ্যত অ্যালবাম এবং লাইভ শো-গুলির জন্য পরিকল্পনা করছেন। কোনও সিদ্ধান্ত নেওয়ার আগে এখন সতর্ক পদক্ষেপ নিতে চান তিনি।
ভাইরাল গায়কের লাইভ শো আপাতত বাতিল। সদ্য সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনে চালাতে যাওয়ার সময় দুর্ঘটনার কবলে করেন ভুবন বাবু। শুক্রবার তাঁর গানের কপি রাইটের জন্য বোলপুরের একটি রিসর্টে এসেছিলেন তিনি। সাংবাদিকদের মুখোমুখি হয়ে ক্ষমা চেয়ে বলেন, ‘আমি সেলিব্রিটি মানেই বুঝি না। মানুষ আমাকে এই জায়গায় এনেছে। আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। যদি মানুষ চায়, তা হলে আমি নিশ্চয়ই আবার বাদাম বিক্রি করব।’
বিএ
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল :[email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০
Copyright © 2024 Onusandhan. All rights reserved.