রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) তানভীর আহমেদ (২৪) নামে এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার হয়েছে। ওই শিক্ষার্থী রুয়েট মেকানিক্যাল বিভাগের ১৮ সিরিজের চতুর্থ বর্ষের ছাত্র ছিলেন।
রুয়েটের শহীদ শহীদুল্লাহ হলে থাকতেন। তার গ্রামের বাড়ি মেহেরপুরের গাংনী উপজেলায়।
পুলিশ বলছে, বুধবার (১৭ মে) দুপুর ২টার দিকে তানভীরের সহপাঠীরা তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। কিন্তু হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার দেহ নিজ কক্ষের মধ্যে ফাঁস দেওয়া অবস্থায় ছিল। বর্তমানে তার মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মরচুয়ারিতে রাখা হয়েছে।
মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন জানান, তিনি খবর পেয়ে ঘটনাস্থলে গেছেন। তবে এখন পর্যন্ত এ ব্যাপারে নিশ্চিত কোনো ধরনের তথ্য জানতে পারেননি। ওই শিক্ষার্থীর মরদেহ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সেটি এখন তিনি সবাইকে জিজ্ঞাসাবাদ করে জানার চেষ্টা করছেন।
ওসি বলেন, আপাতত ওই শিক্ষার্থীর মরদেহ ময়নাতদন্তের জন্য রামেক হাসপাতালের মরচুয়ারিতে রাখা হয়েছে। ময়নাতদন্তের পর তার মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
এ ঘটনায় আপাতত থানায় একটি অপমৃত্যুর (ইউডি) মামলা দায়ের করা হবে বলেও জানান ওই পুলিশ কর্মকর্তা।
বিএ
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল :[email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০
Copyright © 2024 Onusandhan. All rights reserved.