সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৫:৫৩ অপরাহ্ন

রাসিক নির্বাচনে  ১৫৫ টির মধ্যে ১৪৮ টি কেন্দ্রই ‘ঝুঁকিপূর্ণ’

নিজস্ব প্রতিবেদক
  • আপলোডের সময় : সোমবার, ১৯ জুন, ২০২৩

আগামী বুধবার রাজশাহী সিটিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ওই নির্বাচনে ১৫৫টি কেন্দ্রের মধ্যে ১৪৮ টিকেই ‘ঝুঁকিপূর্ণ’ বলে ঘোষণা করেছে নির্বাচন কমিশন। জেলা রিটার্নিং কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন এ তথ্য জানিয়েছেন। তিনি বলেছেন, ভোট গ্রহণে কমিশনের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে। রাজশাহীতে ১৫৫টি কেন্দ্রের মধ্যে ১৪৮টিই ঝুঁকিপূর্ণ। সব কেন্দ্রে সিসি ক্যামেরা লাগানোর কাজ চলছে। নাশকতার চেষ্টা করলে কঠোর হাতে দমন করা হবে। রাজশাহী সিটি নির্বাচনে এবারই প্রথম ইভিএমে ভোট নেওয়া হবে।

এদিকে নিরাপত্তা বিবেচনায় প্রতিটি কেন্দ্রকেই ‘গুরুত্বপূর্ণ’ বলছেন রাজশাহী মহানগরের পুলিশ কমিশনার আনিসুর রহমান। তিনি বলেন, নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী আমরা সব কেন্দ্রে পুলিশ নিয়োগ করেছি। এর মধ্যে ঝুঁকিপূর্ণ কেন্দ্রে ৬-৭ জন, আর সাধারণ কেন্দ্রে পাঁচজন করে পুলিশ রাখা হয়েছে।

বুধবারের ভোটকে সামনে রেখে গত ২ জুন প্রতীক বরাদ্দের পর থেকে প্রচারে নামেন মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা।

এ নির্বাচনে মেয়র পদে ৪ জন, সাধারণ কাউন্সিলর পদে ১১১ জন ও সংরক্ষিত কাউন্সিলর পদে ৪৬ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এই সিটিতে ভোটার আছেন তিন লাখ ৫১ হাজার ৯৮২ জন। তাদের মধ্যে পুরুষ ভোটার এক লাখ ৭১ হাজার ১৬৭ জন এবং নারী এক লাখ ৮০ হাজার ৮০৯ জন এবং ট্রান্সজেন্ডার ভোটার আছেন ৬ জন। এছাড়া নতুন ৩০ হাজার ১৫৭ জন ভোটার এবার প্রথমবারের মত এই নির্বোচনে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

জ/ন

শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..