রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনা ইউনিটে দুজন মারা গেছেন। এ সময় করোনায় কেউ মারা যায়নি। সোমবার (১৪ মার্চ) সকালে রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানি এ তথ্য নিশ্চিত করেছেন।
জানা গেছে, রোববার (১৩ মার্চ) রামেক হাসপাতাল ল্যাবে করোনার নমুনা পরীক্ষা হয়নি। একই দিনে রামেক ল্যাবে রাজশাহীর ৬৩ জনের নমুনা পরীক্ষায় একজনের করোনা ধরা পড়েছে। জেলায় করোনা শনাক্তের হার ১ দশমিক ৫৯ শতাংশ। এ দিন জয়পুরহাটের দুজনের নমুনা পরীক্ষায় কারো করোনা ধরা পড়েনি।
শামীম ইয়াজদানী জানান, রামেক হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমণে কোনো রোগী মারা যাননি। তবে সংক্রমণের উপসর্গ নিয়ে একজন মারা গেছেন। তিনি চাঁপাইনবাবগঞ্জের বাসিন্দা। মারা যাওয়া অন্যজন রাজশাহী জেলার বাসিন্দা। করোনা নেগেটিভ সত্ত্বেও নানান শারীরিক জটিলতায় ভুগছিলেন তিনি। গত একদিনে হাসপাতালে নতুন কোনো রোগী ভর্তি হননি।
বিএ/