রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে করোনার উপসর্গ নিয়ে আরও চারজন মারা গেছেন। চিকিৎসাধীন অবস্থায় রোববার (৩০ জানুয়ারি) সকাল ৯ টা থেকে সোমবার (৩১ জানুয়ারি) সকাল ৯ টার মধ্যে তারা মারা যান। এদের মধ্যে দুজন রাজশাহী এবং দুজন চাঁপাইনবাবগঞ্জ জেলার বাসিন্দা।
রামেক হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালে করোনা সংক্রমণে কোনো রোগী মারা যাননি। তবে করোনা সংক্রমণের উপসর্গ নিয়ে চারজন মারা গেছেন। এদের দুজন হাসপাতালের ২৯/৩০ নং ওয়ার্ডে এবং দুজন আইসিইউতে ভর্তি ছিলেন।
এদের মধ্যে তিনজন পুরুষ এবং একজন নারী রয়েছেন। মারা যাওয়া চারজনের মধ্যে দুজনের বয়স ৬০ বছরের ওপরে। এছাড়া একজন ৫১ থেকে ৬০ বছর বয়সী এবং একজন ১১ থেকে ২০ বছর বয়সী।
এদিকে ১০৪ শয্যার রামেক করোনা ইউনিটে সোমবার সকাল ৯টা পর্যন্ত রোগী ভর্তি ছিলেন ৬৩ জন। এক দিন আগেও এই সংখ্যা ছিল ৬০ জন।
হাসপাতালে করোনা নিয়ে ভর্তি রয়েছেন ৩৬ জন। করোনার উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন ২২ জন। করোনা ধরা পড়েনি ভর্তি ৫ জনের। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ৯ জন। এই এক দিনে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৯ জন।
হাসপাতালে বর্তমানে রাজশাহীর ৩৬ জন, চাঁপাইনবাবগঞ্জের ৯ জন, নাটোরের ৮ জন, পাবনার ৪ জন, কুষ্টিয়ার ৩ জন, মেহেরপুরের ২ জন এবং বগুড়ার একজন ভর্তি রয়েছেন। রোববার রামেক হাসপাতাল ল্যাবে ১৮৮ জনের নমুনা পরীক্ষায় ৭৯ জনের করোনা শনাক্ত হয়েছে। একই দিনে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) ল্যাবে ৪৫১ জনের নমুনা পরীক্ষায় ১৪৫ জনের করোনা ধরা পড়েছে। এই ল্যাবে রাজশাহী জেলার ২৭৫ জনের নমুনা পরীক্ষায় করোনা ধরা পড়েছে ১১০ জনের। করোনা শনাক্তের হার ৪০ দশমিক ৮২ শতাংশ।
একই ল্যাবে জয়পুরহাটের ১০৮ নমুনা মধ্যে ২৬টিতে, চাঁপাইনবাবগঞ্জের ৬০ নমুনার মধ্যে ৮টিতে এবং নাটোরের ৯ নমুনার মধ্যে একটিতে করোনা শনাক্ত হয়েছে। জয়পুরহাটে করোনা শনাক্তের হার ২৪ দশমিক ০৭, চাঁপাইনবাবগঞ্জে ১৩ দশমিক ৩৩ এবং নাটোরে ১১ দশমিক ১১ শতাংশ।
বিএ