বৃহস্পতিবার, ০৯ জানুয়ারী ২০২৫, ১২:৩৯ পূর্বাহ্ন

রামেক হাসপাতালে করোনায় ৩ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
  • আপলোডের সময় : বুধবার, ২৩ মার্চ, ২০২২

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনায় ৩ জন মারা গেছেন। বুধবার (২৩ মার্চ) সকালে রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এ তথ্য নিশ্চিত করেছেন। তাদের মধ্যে দুজন করোনা উপসর্গ এবং একজন করোনা নেগেটিভ সত্ত্বেও প্রাণ হারিয়েছেন।

শামীম ইয়াজদানী জানান, রামেক হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমণে কোনো রোগী মারা যাননি। তবে করোনা উপসর্গ নিয়ে রাজশাহীর একজন এবং কুষ্টিয়ার একজন করে মারা গেছেন। এ ছাড়া করোনা নেগেটিভ সত্ত্বেও শারীরিক নানা জটিলতায় মারা গেছেন আরেকজন।

উল্লেখ্য, মঙ্গলবার (২২ মার্চ) রাজশাহী মেডিকেল কলেজ আরটিপিসিআর ল্যাবে ৭৫ জনের নমুনা পরীক্ষা হয়েছে। তাতে কারো নমুনায় করোনা ধরা পড়েনি।
বিএ/

শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..