বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫, ০৮:৪৭ অপরাহ্ন

রামেক হাসপাতালে করোনায় ২ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
  • আপলোডের সময় : শনিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২২

রাজশাহী মেডিকেল (রামেক) কলেজ হাসপাতালে করোনার উপসর্গ নিয়ে  দুজন মৃত্যু। শুক্রবার (০৪ ফেব্রুয়ারি) সকাল ৯ টা থেকে শনিবার সকাল ৯টার মধ্যে দুজনের মৃত্যু হয়েছে।

এদের মধ্যে একজন রাজশাহী জেলার বাসিন্দা। অন্যজনের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ জেলায়। টানা ১৫ দিন পর গতকাল শুক্রবার মৃত্যুশূন্য দিন কাটিয়েছে হাসপাতালের করোনা ইউনিট। রামেক হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালে করোনা সংক্রমণে কোনো রোগী মারা যাননি। তবে করোনা সংক্রমণের উপসর্গ নিয়ে হাসপাতালের ১৬ ও ২৯/৩০ নং ওয়ার্ডে একজন করে মারা গেছেন। এই দুজনই পুরুষ। এদের একজন ষাটোর্ধ্ব এবং অন্যজনের বয়স ৫১ থেকে ৬০ বছরের মধ্যে।

এদিকে ১৪৬ শয্যার রামেক করোনা ইউনিটে শনিবার (০৫ ফেব্রুয়ারি) সকাল ৯টা পর্যন্ত ভর্তি ছিলেন ৬৮ জন রোগী। এক দিন আগেও এই সংখ্যা ছিল ৬২ জন। করোনা নিয়ে ভর্তি রয়েছেন ৩৯ জন। করোনার উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন ২৭ জন। করোনা ধরা পড়েনি ভর্তি ২ জনের। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ১০ জন। এই এক দিনে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ২ জন।

বর্তমানে রাজশাহীর ৪৮ জন, চাঁপাইনবাবগঞ্জের ৬ জন, নওগাঁর ২ জন, নাটোরের ৩ জন, পাবনার ৫ জন, কুষ্টিয়ার একজন, ঝিনাইদহের একজন, বগুড়ার একজন এবং মানিকগঞ্জের একজন হাসপাতালে ভর্তি রয়েছেন।

এর আগে শুক্রবার রামেক হাসপাতাল ল্যাবে করোনার নমুনা পরীক্ষা হয়নি।

জেএন

শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..