গত ২৪ ঘণ্টায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে আরও দুজন মারা গেছেন। চিকিৎসাধীন অবস্থায় রোববার (১৩ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে সোমবার (১৪ ফেব্রুয়ারি) সকাল ৯টার মধ্যে এই দুজনের মৃত্যু হয়েছে।
এদের মধ্যে করোনায় একজন মারা গেছেন। তিনি রাজশাহীর বাসিন্দা। অপরজন মারা গেছেন করোনা নেগেটিভ সত্ত্বেও অন্যান্য শারীরিক জটিলতায়। তিনি নাটোর জেলার বাসিন্দা।
রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, করোনায় একজন এবং করোনা নেগেটিভ হয়েও একজন মারা গেছেন। এই দুজন ভর্তি ছিলেন হাসপাতালের আইসিইউতে। মারা যাওয়া দুইজনই নারী। এদের একজনের বয়স ৬১ বছরের ওপরে। অন্যজনের বয়স ৫১ থেকে ৬০ বছরের মধ্যে।
বিএ