রাজশাহী মেডিকেলের করোনা ইউনিটে গত ২৪ ঘন্টায় ২ জনের মৃত্যু। পরীক্ষা অনুযায়ী আক্রান্তের হার ৭৪.৮৪% শনাক্তের সর্বোচ্চ রেকর্ড এটি। বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) এবং রামেক হাসপাতাল আরটি-পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় এই করোনা ধরা পড়ে।
রামেক হাসপাতালের পরিচালকের দফতর জানিয়েছে, গত বৃহস্পতিবার রামেক হাসপাতাল ল্যাবে ৯৪ জনের করোনার নমুনা পরীক্ষা হয়েছে। এরমধ্যে ৫৮ নমুনায় করোনা ধরা পড়েছে। একই দিনে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) ল্যাবে ৪৩৫ নমুনা পরীক্ষায় ৩১৭ জনের করোনা ধরা পড়েছে।
কেবল রামেক ল্যাবেই রাজশাহী জেলার ৩৭৬ নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে ২৮৭ জনের। এছাড়া নাটোরের ৬৩ জনের নমুনা পরীক্ষায় ২৯ জনের এবং জয়পুরহাটের ৫ জনের নমুনা পরীক্ষায় একজনের করোনা শনাক্ত হয়েছে।
এর আগে বুধবার এই দুটি ল্যাবে রাজশাহীর ৬০ দশমিক ৩৯ ও জয়পুরহাটের ৯ দশমিক ৬৪ শতাংশ নমুনায় করোনা ধরা পড়ে। রামেক হাসপাতাল সূত্র এই তথ্য নিশ্চিত করেছে।
এদিকে, রেকর্ড শনাক্তের দিনে রামেক হাসপাতালের করোনা ইউনিটে আরও দুজন মারা গেছেন। বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) সকাল ৯টা থেকে শুক্রবার (২৮ জানুয়ারি) সকাল ৯টার মধ্যে হাসপাতালের ২৯/৩০ নম্বর ওয়ার্ডে তারা মারা যান। এদের মধ্যে করোনায় মারা গেছেন একজন। তিনি কুষ্টিয়া জেলার বাসিন্দা। এছাড়া করোনা সংক্রমণের উপসর্গ নিয়ে মারা গেছেন অন্যজন। তিনি পাবনা থেকে রামেক হাসপাতালে এসেছিলেন।
রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালে করোনা সংক্রমণে একজন রোগী মারা গেছে। এছাড়া করোনা সংক্রমণের উপসর্গ নিয়ে মারা গেছেন আরেকজন। এদিকে, ১০৪ শয্যার রামেক করোনা ইউনিটে শুক্রবার সকাল ৯টা পর্যন্ত রোগী ভর্তি ছিলেন ৪৯ জন। এক দিন আগেও এই সংখ্যা ছিল ৪৯ জন।
বিএ
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল :[email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০
Copyright © 2025 Onusandhan. All rights reserved.