রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের নতুন চেয়ারম্যান অধ্যাপক মো. হাবিবুর রহমান বলছেন, রাজশাহী শিক্ষাবোর্ড হবে দেশের মডেল প্রতিষ্ঠান। শনিবার (১১ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে শিক্ষাবোর্ডের সম্মেলন কক্ষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে প্রথমবারের মতো মতবিনিময়কালে তিনি একথা বলেন।
বোর্ড চেয়ারম্যান হাবিবুর রহমান বলেন, ‘রাজশাহী শিক্ষাবোর্ড একটি গুরুত্বপূর্ণ সেবাপ্রদানকারী প্রতিষ্ঠান। বলা যায়, এ অঞ্চলের শিক্ষাবিস্তারে সবচেয়ে বড় সহায়ক প্রতিষ্ঠান। প্রতিদিন বিভিন্ন ধরনের শিক্ষা-সংক্রান্ত সেবা নিতে সংশ্লিষ্টরা এখানে আসেন। তাই এখানে এসে সেবাগ্রহীতারা যেন কোনোভাবেই কোনো বিড়ম্বনা, ভোগান্তি বা হয়রানির শিকার না হন সে ব্যাপারে সর্বোচ্চ পদক্ষেপ নেওয়া হবে।’
তিনি আরও বলেন, শিক্ষাবোর্ডের মধ্যে কোথাও কোনো ধরনের অনিয়ম, দুর্নীতি বা হয়রানির অভিযোগ পাওয়া গেলে তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেওয়া হবে। গত ২৩ নভেম্বর বোর্ডের চেয়ারম্যান হিসেবে প্রেষণে দায়িত্ব পান হাবিবুর রহমান। পরেরদিন তিনি যোগদান করেন।
বিএ
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল :[email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০
Copyright © 2025 Onusandhan. All rights reserved.