সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৮:২৬ পূর্বাহ্ন

রাজশাহী জেলা বিএনপির সদস্য সচিব পরিচয়ে পদক গ্রহনের খবরে তোলপাড়

নিজস্ব প্রতিবেদক
  • আপলোডের সময় : রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪

নিজস্ব প্রতিবেদক : রাজশাহী জেলা বিএনপির সদস্য সচিব পরিচয়ে শহীদ জিয়া স্মৃতি পদক নিয়েছেন অধ্যাপক জোবায়েদ হোসেন। জেলার সদস্য সচিব পরিচয়ে তার পদক গ্রহনের খবর বিভিন্ন অনলাইন নিউজ পোর্টালসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

এ নিয়ে রাজশাহী বিএনপির নেতাকর্মীদের মাঝে চলছে আলোচনা ও সমালোচনার ঝড়। বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত খবরে অধ্যাপক জোবায়েদ হোসেনকে রম্যরস দিয়ে বানানো হয়েছে জুবায়ের হোসেন। মুলত রাজশাহী জেলা বিএনপির সদস্য সচিবের দায়িত্বে রয়েছেন অধ্যাপক বিশ্বনাথ সরকার।

তবে বর্তমান রাজশাহী জেলার বিএনপির সদস্য সচিব অধ্যাপক বিশ্বনাথ সরকার দাবি করে বলেন খবরটি ভুয়া । আমাকে হেয় করা হয়েছে। বিষয়টি নিয়ে গণমাধ্যম কর্মীরা আমাকে জানিয়েছেন কেন এমন ভুয়া খবর গণমাধ্যমে প্রকাশ করা হয়েছে এটার জবাব চাইব। তবে জেলার সদস্য সচিবের নাম ভাঙিয়ে কেউ সুবিধা নিলে সাংগঠনিকভাবে ব্যবস্থা নেওয়া হবে।

জানাগেছে, গত শনিবার ( ২৩ নভেম্বর) ঢাকার জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ গনতান্ত্রিক সাংস্কৃতিক জোটের আয়োজনে শহীদ জিয়া স্মৃতি পদক দেওয়া হয় দুর্গাপুর উপজেলা বিএনপির সদস্য সচিব অধ্যাপক জুবায়েদ হোসেনকে এমন একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। ছবিতে আয়োজকদের হাত থেকে বিএনপির সদস্য সচিব পরিচয় দিয়ে পদক গ্রহন করেন তিনি। খবরে প্রকাশ করা হয়েছে তিনি রাজশাহীর জেলার সদস্য সচিব হিসেবে পদক গ্রহন করেছেন। কেন জেলা বিএনপির সদস্য সচিব পরিচয়ে খবর প্রকাশিত করলো এঘটনায় নেতাকর্মীদের মাঝে ব্যাপক ক্ষোভ ও তোলপাড় সৃষ্টি হয়েছে। তবে জোবায়েদ হোসেন রাজশাহীর দুর্গাপুর উপজেলা বিএনপির সদস্য সচিব বলে জানাগেছে। অনলাইন নিউজ পোর্টালে তথ্য গোপন করে পদক গ্রহন ও তার অনুসারীদের দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোষ্ট দিয়ে অলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে।

এবিষয়ে দুর্গাপুর উপজেলা বিএনপির সদস্য সচিব অধ্যাপক জোবায়েদ হোসেন বলেন, আমার পদক প্রাপ্তির ছবি দিয়ে কিছু লোক অতি উৎসাহী হয়ে এটি করেছে। এমন ভুলের জন্য দুঃখ প্রকাশ করছি।

এব্যাপারে দুর্গাপুর উপজেলা বিএনপির আহ্বায়ক কামরুজ্জামান আয়নাল বলেন, পদক পাওয়ার বিষয়টি শুনেছি। তবে প্রফেসর জোবায়েদ দুর্গাপুর উপজেলার সদস্য সচিব রাজশাহী জেলার না। মিটিংয়ে আছি এব্যাপারে পরে কথা বলছি।

উলেখ্য, ঢাকার কচি কাচা মিলনায়তনে পদক গ্রহনের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন, বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান এ্যাড.আজম খান।

বিএ..

শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..