মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫, ০৫:৪৪ অপরাহ্ন

রাজশাহীর দুর্গাপুরে ৬ ইউপিতে আ”লীগ ৪ স্বতন্ত্র ২ প্রার্থী জয়ী

নিজস্ব প্রতিবেদক
  • আপলোডের সময় : রবিবার, ২৬ ডিসেম্বর, ২০২১

রাজশাহীর দুর্গাপুরে চতুর্থ দফা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আ’লীগ মনোনীত চার ও আওয়ামী লীগের বিদ্রোহী স্বতন্ত্র দুই প্রার্থী বে-সরকারী ভাবে নির্বাচিত হয়েছে। গতকাল রাত সাড়ে ৯ টায় উপজেলা পরিষদ হলরুমে বে-সরকারী ফলাফল ঘোষণা করেন উপজেলা রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহেল রানা এবং সহকারী রিটার্নিং কর্মকর্তা উপজেলা নির্বাচন কর্মকর্তা আসাদুজ্জামান।

বে-সরকারী ভাবে পাওয়া ফলাফলে, উপজেলায় আওয়ামী লীগ সমর্থিত নৌকা প্রতীক নিয়ে ২ নম্বর কিসমত গণকৈড় ইউনিয়নে আবুল কালাম আজাদ (নৌকা) প্রতীকে পেয়েছেন ৭২৮৩ ভোট ও তার নিকটতম প্রতিদ্বন্দ্বি স্বতন্ত্র প্রার্থী আকবর আলী (আনারস) প্রতীকে পেয়েছেন ৫৫৪৫ ভোট, ৩ নম্বর পানানগর ইউনিয়নে আওয়ামী লীগের আজাহার আলী খাঁ (নৌকা) প্রতীকে পেয়েছেন

৫৭৩২ ভোট, তার নিকটতম প্রতিদ্বন্দ্বি স্বতন্ত্র প্রার্থী আদম আলী (ঘোড়া) প্রতীকে পেয়েছেন ৪৮৫২ভোট, ৫নম্বর ঝালুকা ইউনিয়নে আওয়ামী লীগের আকতার আলী (নৌকা) প্রতীকে পেয়েছেন ৭৯৩৪ ভোট, তার নিকটতম প্রতিদ্বন্দ্বি স্বতন্ত্র প্রার্থী মোজাহার মন্ডল (ঘোড়া) প্রতীকে পেয়েছেন ৫২২৮ ভোট, ৭ নম্বর জয়নগর ইউনিয়নে আওয়ামী লীগের মিজানুর রহমান (নৌকা) প্রতীকে পেয়েছেন ১০,৭২৮ ভোট, তার নিকটতম প্রতিদ্বন্দ্বি শমসের আলী (ঘোড়া) প্রতীকে পেয়েছেন ৪৮৬৮ ভোট।

এদিকে, ১নম্বর নওপাড়া ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী শফিকুল ইসলাম (ঘোড়া) প্রতীকে পেয়েছেন ৯৮৬২ ভোট, তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আওয়ামী লীগের সাইফুল ইসলাম (নৌকা) প্রতীকে পেয়েছেন ৭৫৮১ ভোট, ৪ নম্বর দেলুয়াবাড়ী ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী রিয়াজুল ইসলাম রেন্টু (ঘোড়া) প্রতীকে পেয়েছেন ৭৯২২ ভোট, তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আওয়ামী লীগের আহসান হাবিব (নৌকা) প্রতীকে পেয়েছেন ৬৯১৫ ভোট।

বিএ/

শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..