শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪, ১১:১৮ অপরাহ্ন

রাজশাহীর দুর্গাপুরে চুলার আগুনে পুড়ল শতাধিক বিঘা পানবরজ

নিজস্ব প্রতিবেদক
  • আপলোডের সময় : শনিবার, ১৯ মার্চ, ২০২২

রাজশাহীর দুর্গাপুরে আগুনে পুড়েছে কৃষকের প্রায় শতাধিক বিঘা জমির পানবরজ। আগুন নিভাতে গিয়ে অন্তত ১০ জন কৃষক গুরুতর আহত হয়েছে বলে জানা গেছে।

আগুনের ঘটনার খবর পেয়ে দুর্গাপুর ও বাগমারা থেকে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় এক ঘন্টা পর ঘটনাস্থলে পৌছে টানা ৩ ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। শনিবার(১৯ মার্চ) দুপুর ১২ টার দিকে উপজেলার শিবপুর ও ইউসুবপুর গ্রামের পাশে পদ্ম বিলে এ ঘটনা ঘটছে। এ ঘটনায় প্রায় দুই কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত কৃষকেরা।

দুর্গাপুর ফায়ার সার্ভিসের সাব-স্টেশন অফিসার জানান, শনিবার দুপুর ১২ টার দিকে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে দ্রুত অগ্নিনির্বাপণের কাজ শুরু করে। আগুনের তীব্রতা বাড়ায় বাগমারা থেকে ফায়ার সার্ভিসের আরও ইউনিট এসে প্রায় তিন ঘণ্টা চেষ্টার পর বিকেল সাড়ে ৩ টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

ইউসুবপুর ও শিবপুর গ্রামের কৃষক আলাউদ্দিন, আব্দুস সোবাহান, আব্দুল মজিদ, ইসলাম, মুন্টু, সোহেল, আশরাফুল, সাগর, ইদি, খুরশেদ, মুরশেদ, রফিকুল, ময়েজ,শহিদ সহ প্রায় ১২ জন কৃষকের প্রায় দুই’শ বিঘা জমিতে থাকা পানবরজ ভস্মীভূত হয়েছে।

ক্ষতিগ্রস্ত কৃষকরা জানান, এলাকাবাসী ও দমকল কর্মীদের চেষ্টায় পার্শ্ববর্তী আরও প্রায় ২০ বিঘা জমির পানবরজ রক্ষা পেয়েছে। ধারণা করা হচ্ছে পাশের একটি বাড়ির চুলা থেকে আগুনের সূত্রপাত ঘটেছে।

নওপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুল আলম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখি আগুনে পানবরজ গুলো পুড়ে গেছে। এতে করে পান চাষীদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত ক্ষয় ক্ষতির পরিমান জানাতে পারেনি ফায়ার সার্ভিস।

বিএ/

শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..