সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৮:৫৮ অপরাহ্ন

রাজশাহীর কাটাখালী মেয়র আব্বাসের তিন দিনের রিমান্ড মঞ্জুর

নিজস্ব প্রতিবেদক
  • আপলোডের সময় : সোমবার, ৬ ডিসেম্বর, ২০২১

রাজশাহীর কাটাখালী পৌরসভা মেয়র আব্বাস আলীর তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল স্থাপন নিয়ে আপত্তিকর মন্তব্য করায় ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় গ্রেপ্তার হয়।  আজ সোমবার দুপুরে রাজশাহী মহানগর ম্যাজিস্ট্রেট-২-এর বিচারক শংকর কুমার শুনানি শেষে মেয়র আব্বাসের জামিন আবেদন নাকচ করে এ রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে গত বৃহস্পতিবার বোয়ালিয়া মডেল থানা পুলিশ মেয়র আব্বাসকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ডের আবেদন করে। রোববার রিমান্ড শুনানির দিন ধার্য করে বিচারক মেয়রকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। আদালতের নির্দেশে আব্বাস আলীকে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।

এদিকে, রাজশাহী আইনজীবী সমিতির সভাপতির মৃত্যুর কারণে রোববার আদালত না বসায় সোমবার রিমান্ড আবেদনের শুনানি হয়। এদিন আব্বাসের আইনজীবীরা আব্বাস আলীর জামিনের আবেদন করেন। উভয়পক্ষের শুনানি শেষে বিচারক তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

গত বুধবার (১ ডিসেম্বর) রাজধানীর হোটেল রাজমনি ঈশা খাঁ থেকে মেয়র আব্বাসকে গ্রেপ্তার করে র‌্যাব।
বঙ্গবন্ধুর ম্যুরাল স্থাপনের বিরোধিতা করা মেয়র আব্বাস আলীর বক্তব্যের অডিও গত ১৯ নভেম্বর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এরপর রাজশাহী সিটি করপোরেশনের ১৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মোমিন নগরীর বোয়ালিয়া মডেল থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মেয়র আব্বাসের বিরুদ্ধে মামলা করেন।

জেএন

শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..