সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৮:৪৪ অপরাহ্ন

রাজশাহীতে বঙ্গবন্ধুর খুনীদের জান্নাত চাওয়া, সেই বহিষ্কার

নিজস্ব প্রতিবেদক
  • আপলোডের সময় : শনিবার, ১৮ ডিসেম্বর, ২০২১

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকারীদের জান্নাত চেয়ে মোনাজাত করা মোনাজাত পরিচালনা করা পৌর আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক পদ থেকে স্থায়ীভাবে আব্দুর রাজ্জাককে বহিষ্কার করা হয়েছে। শনিবার বেলা ১১ টায় তাহেরপুর পৌর আওয়ামী লীগের জরুরি এক বৈঠকে আব্দুর রাজ্জাক কে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়।

এ বিষয়ে তাহেরপুর পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ বলেন, মোনাজাত করতে গিয়ে ভুলবশত এমনটি হয়েছিলো। এই ভুল গ্রহণযোগ্য নয়। তাই আজকে তাকে বহিষ্কার করা হয়েছে।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকারীদের জান্নাত চেয়ে মোনাজাত করা ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যম সোশ্যাল মিডিয়ায় মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

১৬ ডিসেম্বর বিজয় দিবসের প্রথম প্রহরে তাহেরপুর শহীদ মিনার চত্বরে শহীদদের শ্রদ্ধা জানানোর সময় পৌর আওয়ামী লীগের নেতৃবৃন্দের উপস্থিতিতে মোনাজাত করা হয়।

বিএ

শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..