রাজশাহীর পদ্মায় গোসল করতে নেমে দুই স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার সকাল সাড়ে ১১ টার দিকে বড়কুঠির এলাকায় পদ্মানদীতে এ ঘটনা ঘটে।
তারা হরো নগরীর বড়কুঠি এলাকার শরীফের ছেলে ও ছাত্র নিরব (১৫) লোকনাথ স্কুলের অস্টম শ্রেণি ছাত্র এবং একই এলাকার সায়েদের ছেলে এবং রাজশাহী শিক্ষা বোর্ড মডেল স্কুলের ৮ম শ্রেনীর ছাত্র শাহিন (১৬)। নগরীর বোয়ালিয়া থানার ওসি মাজহারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সকাল সাড়ে দশটার দিকে দুই বন্ধুর নীরব ও শাহিনসহ ৮-১০ জন পদ্মায় গোসল করতে নামে।
এরপর তারা ডুবে যায় পানির মধ্যে। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা খবর পেয়ে দুই বন্ধুকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। কিন্তু চিকিৎসকরা তাদেরকে মৃত ঘোষণা করেন।
বিএ
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল :[email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০
Copyright © 2025 Onusandhan. All rights reserved.