রাজশাশাহর গোদাগাড়ীতে সহকারী নারীর শিক্ষিকা পেটালো প্রধান শিক্ষক। ঘটনাটি ঘটেছে রোববার দুপুর ১২টার দিকে উপজেলার ক্ষুদ্র শাওলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে। আহত নারী শিক্ষককে গোদাগাড়ী ৩১ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ক্ষুদ্র শাওলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আকরম আলী সঙ্গে বিদ্যালয়ের নারীর শিক্ষিকার কথা কাটা কাটি হয়। এক পর্যায়ে প্রধান শিক্ষক আকরম আলী ওই নারী নারীর শিক্ষিকা বেধড়ক পেটাতে থাকে। শিক্ষিকা কান ও হাতসহ দেহের বিভিন্নস্থানে আঘাতপ্রাপ্ত হয়।
নারী শিক্ষিকা অভিযোগ করেন, প্রত্যায়ন পত্রের জন্য শিক্ষার্থীর কাছ থেকে টাকা আদায় করছিল প্রধান শিক্ষক আকরম আলী। প্রধান শিক্ষকের টাকা নেওয়ার বিষয়টি প্রতিবাদ করলে নারী শিক্ষিকাকে পেটানো হয়। ২০১৮ সালে বিদ্যালয়ের আরেক নারী শিক্ষিকাকে পিটিয়েছিল প্রধান শিক্ষক আকরম আলী।
উপজেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) লাইলা তাসলিমা নাসরিন বলেন, নারী শিক্ষিকাকে মারপিটের অভিযোগে প্রধান শিক্ষক আকরম আলীর বিরুদ্ধে তদন্ত করে বিভাগীয় ব্যবস্থা নেয়া হবে। গোদাগাড়ী মডেল থানার অফিসার ইনচার্জ কামরুল ইসলাম বলেন, অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।
বিএ
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল :[email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০
Copyright © 2024 Onusandhan. All rights reserved.