রাজশাহীর দুর্গাপুর উপজেলার মাড়িয়ায় একটি বাড়িতে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র রামদাসহ জনি কর্মকার নামের এক যুবককে আটক করেছে পুলিশ। মঙ্গলবার(২৭ ডিসেম্বর) দুপুরে উপজেলার মাড়িয়া (দহপাড়া) এলাকায় ওই কর্মকারের বাড়িতে অভিযান চালিয়ে ১৬টি দেশীয় অস্ত্র রামদা উদ্ধার করে থানার পুলিশ। আটককৃত জনি(৩০)উপজেেলার মাড়িয়া গ্রামের মকছেদ কামারের ছেলে।
এ সময় জনি পালিয়ে যাওয়ার সময় স্থানীয় এলাকাবাসী ধরে পুলিশে সোর্পদ করেন। এসব অস্ত্র আগামী ৫ জানুয়ারি অনুষ্ঠিতব্য মাড়িয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনের জন্য প্রস্তুত করা হচ্ছিল বলে জানিয়েছে পুলিশ। দুর্গাপুর থানার উপ-পরিদর্শক (এএসআই) আব্দুল লতিফ বলেন, আটককৃত জনি কর্মকারের পিতা মকছেদ কর্মকার ওয়ারেন্টভুক্ত আসামী। তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা থাকায় মঙ্গলবার দুপুরে মকছেদ কর্মকারের বাড়িতে অভিযান চালানো হয়। অভিযানের সময় মকছেদ কর্মকার বাড়িতে ছিলেন না।
পরে স্থানীয়দের তথ্যমতে তার বাড়িতে তল্লাশি চালানো হয়। পরে তৈরিকৃত ১৬টি দেশীয় অস্ত্র রামদা উদ্ধার করা হয়। ওই রামদা গুলো স্থানীয় মসজিদের খতিব আজাদ ও ইয়াছিন নামের ২ ব্যক্তি তৈরি করতে দিয়েছেন বলে আটকৃত ওই ব্যক্তি জানিয়েছেন। দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি হাশমত আলী বলেন, ওই ঘটনায় একজনকে আটক করা হয়েছে। দেশীয় অস্ত্র রামদা গুলো উদ্ধার করে থানায় আনা হয়েছে। তাকে জিজ্ঞাসাদ চলছে। জিজ্ঞাসাবাদের পর এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধেও থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হবে বলে জানান ওসি।
বিএ
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল :[email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০
Copyright © 2024 Onusandhan. All rights reserved.