সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৫:১৩ অপরাহ্ন

রাবি শিক্ষার্থীর ট্রাক চাপায় মৃত্যু: ৫টি ট্রাকে আগুন

নিজস্ব প্রতিবেদক
  • আপলোডের সময় : মঙ্গলবার, ১ ফেব্রুয়ারী, ২০২২

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নির্মাণাধীন নতুন হল এর মালামাল বহন কারী ট্রাকের চাপায় পিষ্ট হয়ে প্রাণ গেল চারুকলা বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র। এ ঘটনায় ক্ষুব্ধ ছাত্ররা ৫টি ট্রাকে আগুন দিয়েছে। জনাগেছে নিহত শিক্ষার্থীর নাম হিমেল,  রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র ।

নিহত ছাত্রের নাম মাহবুব হামিন হিমেল। তিনি চারুকলা অনুষদের গ্রাফিক ডিজাইন, কারুশিল্প ও শিল্পকলার ইতিহাস বিভাগের চতুর্থ বর্ষে পড়তেন। তিনি থাকতেন শহীদ শামসুজ্জোহা হলে।  বিশ্ববিদ্যালয়ের প্রক্টর লিয়াকত আলী এই তথ্য নিশ্চিত করেছেন।

গুরুতর আহত আরো দুইজনকে পাঠানো হয় রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে। আরেকজনের আঘাত গুরুতর না হওয়ায় তাকে হলে নেয়া হয়। আহতদের পরিচয় নিশ্চিত করা যায়নি।

এব্যাপারে, মতিহার থানার ভারপ্রাপ্ত র্কমর্কতা (ওসি) আনোয়ার হোসেন তুহিন বলেন, র্বতমানে আমি ঘটনাস্থলে রয়েছি। পরিস্থিতি উত্তপ্ত। শিক্ষার্থীদের শান্ত ও পরস্থিতি নিয়ন্ত্রনে আনতে আইন-শৃঙ্খলা বাহিনী কাজ করে যাচ্ছে। বিস্তারিত পরে জানানো হবে।

বিএ

শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..