রাজশাহীতে জমির জাল দলিল তৈরি এবং স্বাক্ষর জালিয়াতি করে জমির খারিজ করার অপরাধে জালিয়াতির চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (৬ সেপ্টেম্বর) রাতে ঝাওতলা এলাকা থেকে নগরীর রাজপাড়া থানা পুলিশ তাদের গ্রেফতার করে। আটককৃতরা হলেন মোহাম্মদ সেলিম (৪২) এবং সুলতানা রাজিয়া (৩৬)। তারা উভয়েই ঝাওতলা এলাকার বাসিন্দা মৃত আব্দুর রহমানের সন্তান।
এজাহার সূত্রে জানা যায় গত বছরের ৬ সেপ্টেম্বর জমির জাল দলীল তৈরি ও সাক্ষর জাল করে জমির জাল খারিজ করার অপরাধে একই এলাকার সাদ মোহাম্মাদ হায়দার বোয়ালিয়া থানার আমলে আদালতে মামলায় দায়ের করেন। মামলায় আটককৃত দুই জনসহ মোট ৫ জন আসামী করা হয়। মামলার তদন্তে অভিযোগের সত্যতা পায় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন। তদন্ত প্রতিবেদনে বলা হয় আসামীরা পরস্পরের যোগসাজসে জালিয়াতির মাধ্যমে জমি দখলের উদেশ্যে বাদির জমির জাল দলিল তৈরি এবং স্বাক্ষর জালিয়াতি করে জমির খারিজ করেন।
আদালতে গ্রেফতারি পরোয়ানি ইস্যু হওয়ায় দুই আসামীকে গ্রেফতার করা হয়েছে বলে জানান রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। বাকি আসামীদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে বলেও জানান তিনি।
বিএ/