সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৬:১৮ অপরাহ্ন

রাজশাহীতে গৃহবধূকে গনধর্ষণের ঘটনায় স্বামীসহ তিন গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
  • আপলোডের সময় : শনিবার, ১৫ জুলাই, ২০২৩

রাজশাহী মহানগরীতে এক গৃহবধূকে স্বামীর সহযোগিতায় গনধর্ষণ। ধর্ষণের ভিডিও ধারণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় গত   বৃহস্পতিবার (১৩ জুলাই) দুপুরে চন্দ্রিমা থানায় ভুক্তভোগী গৃহবধূ স্বামীসহ ৫ জনের বিরুদ্ধে অভিযোগ করেন। সেই মামলার প্রধান আসামী  স্বামী মামুনুর রশিদকে গ্রেফতার করেছে পুলিশ। ১৫ জুলাই শনিবার দুপুরে  শিরইল কলোনী এলাকা থেকে তাকে গ্রেফতার করে চন্দ্রিমা থানার পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম।

(১৪ জুলাই) শুক্রবার  সকাল ১১টার দিকে জোর করে ঘুমের ওষুধ খাওয়ায় স্বামী মামুন রশিদ। পরে রাত ৯টার দিকে কফির সাথে পুনরায় ঘুমের ওষুধ খাওয়ানো হয় তাকে। ওষুধ খাওয়ার ফলে অচেতন হয়ে পড়েন ওই গৃহবধূ। পরবর্তীতে ওই রাতে তার স্বামী মামুনুর রশিদসহ ৫ জন মিলে গৃহবধূ ধর্ষণ করে এবং ধর্ষণের সম্পূর্ণ ভিডিও মোবাইল ফোনে ধারণ করে।

ভুক্তভোগী গৃহবধূ জানান, শিরোইল কলোনি হাজরাপুকুর এলাকায় স্বামী মামুনুর রশীদকে নিয়ে দেড় মাস ধরে  লাইলীর বাসা বাড়িতে ভাড়া থাকতেন।

এ বিষয়ে চন্দ্রিমা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহাবুব আলম বলেন, এ ঘটনায় স্বামীসহ তিনজন আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এবিষয়ে মামলা হয়েছে ।

বি/এ

শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..