সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৬:০০ অপরাহ্ন

যুক্তরাষ্ট্রে স্কুলে গুলি, নিহত ২১

আন্তর্জাতিক ডেস্ক
  • আপলোডের সময় : বুধবার, ২৫ মে, ২০২২

যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের একটি প্রাথমিক বিদ্যালয়ে বন্দুকধারীর গুলিতে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২১ জনে। এদের মধ্যে ১৮ জনই শিক্ষার্থী। আর শিক্ষক রয়েছেন তিনজন। প্রাথমিকভাবে ১৫ জন নিহতের কথা জানানো হলেও তা বেড়ে দাঁড়ায় ২১ জনে।

মঙ্গলবার (২৪ মে) স্থানীয় সময় বেলা সাড়ে ১১টায় উভালদে শহরের রব এলিমেন্টারি স্কুলে এ হামলার ঘটনা ঘটে। সন্দেহভাজন বন্দুকধারী পুলিশের গুলিতে নিহত হয়েছেন।

টেক্সাসের গভর্নর গ্রেগ অ্যাবটের জানান, ১৮ বছর বয়সি বন্দুকধারী উভালদে শহরের রব এলিমেন্টারি স্কুলে প্রবেশ করে এলোপাতাড়ি গুলি ছুঁড়ে। ওই তরুণের নাম সালভাদর রামোস। তিনি যুক্তরাষ্ট্রের নাগরিক ও ওই এলাকার বাসিন্দা। হামলার আগে নিজের দাদিকে গুলি করে ওই তরুণ। হামলায় ১৮ শিক্ষার্থী ও তিনজন শিক্ষক নিহত হয়েছেন। নিহত শিক্ষার্থীদের বয়স ৫ থেকে ১১ এর মধ্যে।

তিনি আরও জানান, হামলাকারীর হাতে একটি হ্যান্ডগান এবং একটি রাইফেল ছিল। ওই তরুণ ভয়ঙ্করভাবে শিক্ষার্থী ও শিক্ষকদের গুলি করে হত্যা করেছে। হামলাকারী পুলিশের গুলিতে নিহত হয়েছেন। কিন্তু কেন এই হামলা চালানো হয়েছে সে ব্যাপারে কিছু জানা যায়নি।

ঘটনার খবর পেয়ে এলাকাটি ঘিরে ফেলেছে নিরাপত্তা বাহিনীর সদস্যরা। ঘটনাস্থল থেকে জনসাধারণকে দূরে সরিয়ে নিয়েছেন তারা। এ ছাড়া হামলায় অনেকে আহত হয়েছেন। তবে কতজন আহত হয়েছেন তা নিশ্চিত করতে পারেনি কর্তৃপক্ষ। সূত্র: আল জাজিরা, সিএনবিসি, বিবিসি।

বিএ

শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..