পকেটমারির অভিযোগে কলকাতা আন্তর্জাতিক বইমেলা থেকে গ্রেফতার করা হয়েছে অভিনেত্রী রূপা দত্তকে । টলিউড ও বলিউডে একাধিক ছবি, সিরিয়ালে কাজ করা অভিনেত্রী আপাতত জেল হেফাজতে। কেন তিনি কেপমারি করেছিলেন তা এখনো জানা না গেলেও রাজনীতির সঙ্গেও যে তাঁর যোগ রয়েছে তার ইঙ্গিত পাওয়া গিয়েছে।
নিজেকে কর্ণি সেনার বাংলা শাখার সভাপতি বলে সোশ্যাল মিডিয়ায় পরিচয় দিয়েছিলেন রূপা। আবার বিজেপির সঙ্গেও যে তাঁর ওঠাবসা আছে সেকথাও নিজেই ফলাও করে বলেছিলেন সোশ্যাল মিডিয়াতে। ইতিমধ্যইে বিজেপির একাধিক নেতা সহ রাজ্যপাল জগদীপ ধনখড়ের সঙ্গেও রূপার ছবি ভাইরাল হয়েছে নেটমাধ্যমে।
উল্লেখ্য, চলতি বছরের ফেব্রুয়ারি মাসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে উদ্দেশ্য করে করা রূপার একটি টুইট
ভাইরাল হয়েছে নতুন করে। সেখানে তিনি মোদীজিকে নিজের ‘আদর্শ’ বলে উল্লেখ করে সাহায্য চেয়েছিলেন। সেই টুইটে রূপা জানান, ২০১৬ সালে শুধুমাত্র মোদীজির জন্য একজন তারকা প্রচারক হিসাবে বিজেপির প্রচারে অংশ নিয়েছিলেন
সেই থেকেই তৃণমূলের নেতা ও গুণ্ডাদের নজরে পড়েছেন তিনি। কৈলাস বিজয়বর্গীয়র কাছেও নাকি সাহায্য প্রার্থনা করেছিলেন রূপা। কিন্তু কোনো লাভ হয়নি। এখন শুধু নরেন্দ্র মোদীর উপরেই ভরসা রয়েছে তাঁর। তিনিই তাঁকে বাঁচাতে পারেন বলে টূইটে লিখেছিলেন রূপা।
প্রসঙ্গত, গত শনিবার মেলায় টহল দেওয়ার সময় পুলিসের চোখে পড়ে চোখে পড়ে, এক মহিলা একটি মানিব্যাগ ডাস্টবিনে ফেলে দিচ্ছেন। সন্দেহ হতে ওই মহিলাকে বাধা দেন পুলিস কর্মীরা। হঠাৎ একটি মানিব্যাগ ডাস্টবিনে ফেলে দিচ্ছেন কেন তিনি, প্রশ্ন করা হয় মহিলাকে। কোনো যুতসই উত্তর দিতে না পারায় মহিলার ব্যাগ তল্লাশি করে পুলিস কর্মীরা।
দেখা যায়, তাঁর ব্যাগে একাধিক মানিব্যাগ রয়েছে। উদ্ধার হয়েছে প্রচুর টাকাও। এরপরেই মহিলাকে বিধাননগর উত্তর থানায় নিয়ে যাওয়া হয় জিজ্ঞাসাবাদ করা হতেই মুখ খুলতে বাধ্য হন ওই মহিলা। নিজের পরিচয় তিনি দেন অভিনেত্রী রূপা দত্ত নামে।
পুলিসের কাছে রূপা স্বীকার করেছেন, এর আগেও নানান জনবহুল অনুষ্ঠান, মেলায় গিয়ে পকেটমারির কাজ করেছেন তিনি। বইমেলায় এতদিনে ৭৫ হাজার টাকা কেপমারি করেছেন রূপা। সেই টাকার পাশাপাশি একটি ডায়েরিও উদ্ধার হয়েছে তাঁর কাছ থেকে। সেখানে পকেটমারির হিসাব লিখে রাখতেন রূপা। আগামী ১৭ মার্চ পর্যন্ত তাঁর জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত।
বিএ
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল :[email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০
Copyright © 2024 Onusandhan. All rights reserved.