বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের গেট-সংলগ্ন রেনেটা অফিসের সামনের সড়কে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) লোকমান হোসেন। তিনি জানান, নিহতদের মরদেহের ময়নাতদন্তের জন্য শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।নিহত ব্যক্তিরা হলেন সুদীপ্ত সাহা গোপাল (২৪) নগরীর বাজার রোড এলাকার উত্তম সাহার ছেলে এবং অন্তু সাহা হৃদয় (২৪) একই এলাকার ব্যবসায়ী দিলীপ সাহার ছেলে।
গোপাল সরকারি ব্রজমোহন কলেজের তৃতীয় বর্ষের ছাত্র এবং অন্তু সৈয়দ হাতেম আলী কলেজের তৃতীয় বর্ষের ছাত্র।
কোতোয়ালি মডেল থানার উপপরিদর্শক (এসআই) রিয়াজ উদ্দিন বলেন, দ্রুতগতিতে টিভিএস কোম্পানির অ্যাপাচি ফোর ভি মোটরসাইকেল চালিয়ে রুপাতলীর দিকে যাচ্ছিলেন গোপাল। তার পেছনে বসা ছিলেন অন্তু। রেনেটা অফিসের সামনে একটি লাইটপোস্টের সঙ্গে মোটরসাইকেলটির ধাক্কা লাগলে ঘটনাস্থলেই নিহত হন গোপাল।
পরে স্থানীয়রা অন্তুকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে অন্তুর মৃত্যু হয়।পরিবার থেকে জানা গেছে, দুই বন্ধু মোটরসাইকেলযোগে কুয়াকাটা রওনা হয়েছিলেন।
বিএ
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল :[email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০
Copyright © 2024 Onusandhan. All rights reserved.