দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান অভিনীত বহুল প্রতীক্ষিত চলচ্চিত্র ‘বিউটি সার্কাস’ মুক্তি পেয়েছে।
দেশের ১৯টি প্রেক্ষাগৃহে শুক্রবার সকালে মুক্তি পায় সিনেমাটি।
বেলা সোয়া ১১টার সিনেমার প্রথম শোতে রাজধানীর স্টার সিনেপ্লেক্সে প্রবেশ করতে দেখা যায় দর্শকদের। প্রেক্ষাগৃহটিতে সিনেমা দেখেছেন জয়াসহ অন্য কলাকুশলীরা।
বিরতির সময় সাংবাদিকদের কাছে অনুভূতি ব্যক্ত করে জয়া বলেন, ‘হলগুলোতে যথেষ্ট ভিড় আছে। আমি নিজেও টিকিট কাটতে পারছিলাম না। জুমার দিন সকালে হল এ রকমভাবে কানায় কানায় পূর্ণ হবে, এটা আমি বুঝতে পারিনি।
‘সেই আগ্রহ দেখে খুবই ভালো লাগছে, ভালো লাগছে দর্শকদের পার্টিসিপ্যাশন (অংশগ্রহণ) দেখে। বিশেষ করে খেলার জায়গাগুলো যখন আসছে। সার্কাস যেমন র (আদি), ওই রকম র ফর্মেই শুট করা। আমার সেটা খুব ভালো লাগছে; এনজয় করছি।’
বিরতির সময় সিনেমাটি নিয়ে দুয়েকজন দর্শকের কাছে মন্তব্য জানতে চাওয়া হয়। তারা জানান, হাফ টাইম দেখে মন্তব্য করা ঠিক হবে না, তবে সব মিলিয়ে ভালো।
সার্কাসের দলপতি অদম্য এক নারীর টিকে থাকার লড়াই ও প্রতিশোধের গল্প বিউটি সার্কাস।
মাহমুদ দিদার পরিচালিত সিনেমায় জয়া ছাড়াও অভিনয় করেছেন ফেরদৌস আহমেদ, তৌকীর আহমেদ, এ বি এম সুমন, গাজী রাকায়েত, হুমায়ুন সাধুসহ অনেকে।
বিএ
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল :[email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০
Copyright © 2024 Onusandhan. All rights reserved.