সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৯:২৯ অপরাহ্ন

মিঠুনের ছেলে নমশী চক্রবর্তীর বলিউড ‘ব্যাড বয়’ দিয়ে যাত্রা শুরু

বিনোদন প্রতিবেদক
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ২৩ ডিসেম্বর, ২০২১

ভারতের জনপ্রিয় তারকা অভিনেতা মিঠুন চক্রবর্তীর ছেলে নমশী চক্রবর্তীর বলিউড অভিষেক হতে চলেছে। এ নিয়ে বলিউডে অনেকেই উৎসাহী। ব্যাড বয় একটি অ্যাকশন থ্রিলার ড্রামা। একটি ছেলে ও মেয়ের প্রেমকাহিনীকে ঘিরেই এই ছবি। তাদের একে অপরকে কাছে পাওয়ার মধ্যেকার নানা প্রতিবন্ধকতাকে ঘিরে গড়ে ওঠা সংঘাত ও ঘাত-প্রতিঘাত নিয়েই জমজমাট ব্যাড বয় ছবির কাহিনী।

সাজিদ খুরেশি প্রযোজিত ও রাজকুমার সন্তোষি পরিচালিত এই ছবির সঙ্গীত পরিচালনা করেছেন হিমেশ রেশমিয়া। আন্দাজ আপনা আপনা, ঘাতক, দামিনীর মতো সুপারহিট ছবির পরিচালক রাজকুমার সন্তোষি তার ছবির নবাগত নায়ক নমশী চক্রবর্তী ও নায়িকা আমরিন খুরেশিকে নিয়ে অত্যন্ত আশাবাদী।

তিনি এক সাক্ষাৎকারে জানান, ব্যাড বয় ছবির কাহিনী অত্যন্ত জমজমাট। একটি সফল বাণিজ্যিক হিন্দি ছবিতে যা যা উপাদান দরকার, সেই ড্রামা, অ্যাকশন, থ্রিলার, রোম্যান্স সবই আছে। আর নবাগত হলেও নমশী ও আমরিন এই ছবিতে খুব ভালো কাজ করেছেন। তাই রাজকুমার সন্তোষি আশাবাদী, ব্যাড বয় ছবিটি দর্শকদের ভালো লাগবে।

নমশী চক্রবর্তী তার প্রথম ছবি ব্যাড বয় নিয়ে অত্যন্ত উৎসাহী। নমশী একটি সাক্ষাৎকারে বলেন, চলচ্চিত্রে অভিনয় করা তার দীর্ঘদিনের স্বপ্ন। সেই স্বপ্ন পূরণ করতে পেরে তিনি খুশি। এই ছবিতে সুযোগ পাওয়ার ক্ষেত্রে তার বাবা মিঠুন চক্রবর্তী কোনো সুপারিশ করেননি। বাকি সবার মতো তিনিও অনেকদিন ধরে প্রযোজক-পরিচালকদের দুয়ারে দুয়ারে ঘুরে বেড়িয়েছেন। অবশেষে রাজকুমার সন্তোষির তাকে পছন্দ হওয়ায় তিনি স্ক্রিন টেস্ট নেন। স্ক্রিন টেস্টে নমশী সবার মন জিতে নেন।

তবে নমশী একথাও স্বীকার করেছেন, জন্মসূত্রে মিঠুন চক্রবর্তীর ছেলে হিসেবে তিনি কিছু সুবিধা নিশ্চই পেয়েছেন। যেরকম যখন তিনি কোনো প্রযোজক, পরিচালকের সঙ্গে দেখা করতে গিয়েছেন, তখন তারা নমশীর সঙ্গে ভালোভাবে কথা বলেছেন। অন্য কেউ হলে হয়তো রাজকুমার সন্তোষি এতটা সময় দিয়ে কথা বলতেন না। অবশ্যই সেদিক থেকে নিজেকে ভাগ্যবান মনে করেন নমোশী।

সুপারস্টার মিঠুন চক্রবর্তীর ছেলে হিসেবে বলিউডে প্রথম কাজ শুরুর সময় একটা চাপ যে ছিল, সেকথা স্বীকার করেছেন নমশী। তবে এই বিষয়ে নমশী জানিয়েছেন, চাপ থাকলেও সেসব নিয়ে না ভেবে তিনি নিজের কাজে বেশি মনোনিবেশ করেছিলেন। রাজকুমার সন্তোষির মতো পরিচালকের অধীনে কাজ করতে পেরে নমশী খুব খুশি।

তিনি জানান, তিনি এই ছবিতে কাজ করে পরিচালকের থেকে অনেক কিছু শিখতে পেরেছেন। ব্যাড বয় তার স্বপ্নের ছবি। এই ছবিকে ঘিরে তার অনেক আশা। নমশী জানান, তিনি তার বাবার অভিনয়ের ভক্ত। তবে তার সবচেয়ে প্রিয় অভিনেতা গোবিন্দা।

নমশী জানান, মৃগয়া থেকে তাশখন্দ ফাইল পর্যন্ত তার বাবার অভিনীত সব ছবি তিনি দেখেছেন। তবে মিঠুন চক্রবর্তী অভিনীত প্রেম প্রতিজ্ঞা, অগ্নিপথ, ফুল বনে অঙ্গার, জল্লাদ ও স্বামী বিবেকানন্দ ছবিতে তাঁর বাবার অভিনয় নমশীর কাছে সেরা বলে মনে হয়। নমশীর মতে, সমস্ত নবীন শিল্পীদের স্বামী বিবেকানন্দ ছবিতে মিঠুন চক্রবর্তীর রামকৃষ্ণর ভূমিকায় অভিনয় দেখা উচিত।

সালমান খান তার টুইটার অ্যাকাউন্টে নমশী ও আমরিন খুরেশি অভিনীত ব্যাড বয় ছবির পোস্টার রিলিজ করায় এবং নমশী ও আমরিনের নতুন অভিনয় জীবন শুরুর জন্য অভিনন্দন ও তাদের অভিনয় জীবনের সাফল্য কামনা করে শুভেচ্ছা জানানোয় নমশী কৃতজ্ঞ। এই বিষয়ে নমশী জানান, তাদের পারিবারিক বন্ধু সালমান ভাইয়ের প্রতি তার কৃতজ্ঞতার ভাষা নেই।

অমিতাভ বচ্চনও নমশীর বলিউডে প্রথম ছবিতে অভিনয়ের জন্য অভিনন্দন জানিয়ে তার অভিনয় জীবনের সাফল্য কামনা করেছেন। এই ঘটনায় নমশী অভিভূত। বরুণ ধাওয়ানও অভিনন্দন জানিয়েছেন নমশীকে। এই ব্যাড বয় ছবিতে জনি লিভার, রাজেশ শর্মা ও শাশ্বত চ্যাটার্জিকে বিশেষ ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে।

বিএ

শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..