মাথায় হিজাব, ‘ভ্যালেন্টাইন’ অভিরূপকে নিয়ে দুবাই ভ্রমণ শ্রাবন্তীর। আজ বাঙালির ভ্যালেন্টাইন্স ডে। দিন কয়েক পরে আসছে খাতায় কলমে প্রেম দিবস। এটাই তো আদর্শ সময় প্রেমে হাবুডুবু খাওয়ার। আর ঠিক সেটাই করছেন শ্রাবন্তী চট্টোপাধ্যায় । ইতিমধ্যেই কলকাতার মাটি ছেড়ে দুবাই পাড়ি দিয়েছেন তিনি। তবে একা নয়, দোকা!
হ্যাঁ, সূত্রের খবর মানলে প্রেমিক অভিরূপ নাগ চৌধুরীও গিয়েছেন শ্রাবন্তীর সঙ্গে। সোশ্যাল মিডিয়ায় দুবাই ভ্রমণের টুকটাক ছবি, ভিডিও শেয়ার করে চলেছেন অভিনেত্রী। তবে প্রেমিকের সঙ্গে দুবাইতে স্রেফ ঘুরতেই গিয়েছেন কিনা তা জানা যায়নি। আপাতত দুবাইয়ের প্রেমে মজে রয়েছেন শ্রাবন্তী।
সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে কয়েকটি ছবি ও ভিডিও শেয়ার করেন অভিনেত্রী। ছোট্ট সাদা ড্রেস ও এলোমেলো চুলে মোহময়ী শ্রাবন্তীর দিক থেকে চোখ ফেরানো দায়। ক্যাপশনে দুশ্চিন্তামুক্ত হয়ে জীবনটা খোলামেলা ভাবে বাঁচার বার্তা দিয়েছেন তিনি। ইনস্টা স্টোরিতেও কয়েকটি ভিডিও শেয়ার করেছেন তিনি। মাথায় সাদা ব্যান্ডানা পরে স্থানীয় নাচগানের অনুষ্ঠান উপভোগ করতে দেখা গিয়েছে তাঁকে।
কিছুদিন আগে কলকাতায় একসঙ্গে রেস্তোরাঁতেও গিয়েছিলেন শ্রাবন্তী অভিরূপ। সেই ছবি ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। কলকাতায় বিরাট কোহলির রেস্তোরাঁয় গিয়েছিলেন দুজনে। জানা যাচ্ছে, রেস্তোরাঁর দায়িত্বে থাকা ঊষসী সেনগুপ্তর আমন্ত্রণেই অভিরূপকে সঙ্গে নিয়ে গিয়েছিলেন শ্রাবন্তী। অভিনেত্রীকে ধন্যবাদ জানিয়ে ছবি শেয়ার করেছিলেন ঊষসী।
আপাতত আদালতে তৃতীয় স্বামী রোশন সিংয়েরংয়ের সঙ্গে বিবাহ বিচ্ছেদের মামলা চলছে শ্রাবন্তীর। শোনা যাচ্ছে, রোশনের থেকে খোরপোশও দাবি করেছেন তিনি। ক্রিমিনাল প্রসিডিওর কোডের ১২৫ ধারা অনুযায়ী রোশনের থেকে খোরপোশও চেয়েছেন তিনি। রোশনের আইনজীবী জানিয়েছেন, রোশনের থেকে প্রতি মাসে ৭ লক্ষ টাকা করে খোরপোশ চেয়েছেন শ্রাবন্তী।
গত বছরে শোনা গিয়েছিল ছেলে ও হবু পুত্রবধূর সঙ্গে মালদ্বীপে যাওয়ার সময় শ্রাবন্তীর সঙ্গী হয়েছিলেন অভিরূপ। এমনকি তাঁর বিশ্বকর্মা পুজোতেও দেখা মিলেছিল অভিনেত্রীর। এ বিষয়ে শ্রাবন্তীর তৃতীয় স্বামী রোশন সিংয়ের দাবি, তিনি ও শ্রাবন্তী যখন প্রেম করছিলেন তখনো বিষয়টি প্রকাশ্যে আনতে দেননি অভিনেত্রী। এবারেও তেমনি কিছু সন্দেহ করছেন রোশন।
যদিও শ্রাবন্তীর দাবি তিনি নাকি ‘সিঙ্গল’। অপরদিকে অভিরূপ নাগ চৌধুরীও এখন সিঙ্গল। তাই মানুষ গসিপ করছে। তাঁরা একই বিল্ডিংয়ে থাকেন, বন্ধু সার্কেলও এক। আবার গত বছরেই সোশ্যাল মিডিয়ায় অভিরূপকে আনফলোও করেছেন শ্রাবন্তী। কিন্তু তলে তলে যে তাঁদের ‘বন্ধুত্ব’ বজায় রয়েছে তার প্রমাণ মিলছে বারবার।
জেএন