মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ০১:০৪ পূর্বাহ্ন

মাত্র কয়েক ঘণ্টা, দুর্গাপুর ছয় ইউপিতে ভোটের লড়াই

নিজস্ব প্রতিবেদক
  • আপলোডের সময় : শনিবার, ২৫ ডিসেম্বর, ২০২১

আর মাত্র কয়েক ঘণ্টা। উদ্বেগ উৎকন্ঠার মধ্যে দিয়ে রাজশাহীর দুর্গাপুর উপজেলায় চতুর্থ ধাপে ছয় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন রোববার (২৬ ডিসেম্বর) অনুষ্ঠিত হবে। শেষ মূর্হতের প্রচারণায় গত শুক্রবার মধ্যরাতে বিভিন্ন এলাকায় নৌকার অফিসে অগ্নি সংযোগ, স্বতন্ত্র প্রার্থীর গাড়িতে হামলা, পোস্টার ছিড়ে ফেলার ঘটনা ঘটেছে। এ সময় দেশীয় অস্ত্রের মহড়া দিতে গিয়ে তুহিন (৩৫) নামের এক বহিরাগতকে আটক করেছে থানার পুলিশ। আটক তুহিন বাগমারা উপজেলার তাহেরপুর পৌরসভার বাসিন্দা। আজ শনিবার

তাকে ৫৪ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে প্রেরণ করেন দুর্গাপুর থানার পুলিশ।
উপজেলায় এই নির্বাচনে জনপ্রতিনিধি নির্বাচিত করার অপেক্ষায় রয়েছেন ছয় ইউনিয়নের ১ লাখ ২৮ হাজার ৪৮৫জন ভোটার। আজ রোববার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত নিরবচ্ছিন্নভাবে ভোট নেওয়ার জন্য প্রস্তুতিতে কোনো কমতি রাখা হচ্ছে না বলে জানিয়েছে প্রশাসন। এদিকে, শুক্রবার মধ্যেরাতে প্রচারণার শেষ সময়ে উপজেলার ঝালুকা ইউনিয়নের ৫নম্বর ওয়াড

পলাশবাড়ীতে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী আকতার আলীর নৌকার অফিস পুড়িয়ে দিয়েছে দূর্বৃত্তরা। ওই ঘটনা নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। এছাড়াও একই দিনে সন্ধ্যায় উপজেলার কিসমত গণকৈড় ইউনিয়নের ভবানীপুর গ্রামে স্বতন্ত্র প্রার্থী আকবর আলী (আনারস) গাড়িতে হামলার অভিযোগ উঠছে। এ সময় তার দুটি মোটরসাইকেল ভাঙচুর চালায় নৌকা সমর্থকের কর্মীরা।

এছাড়াও কিসমত গণকৈড় ইউনিয়নের কয়ামাজমপুর, মঙ্গলপুর এলাকায় স্বতন্ত্র প্রার্থীর পোস্টার ছিঁড়ার খবর পাওয়া গেছে। এসব ঘটনা উভয়পক্ষের অভিযোগের পর উপজেলা সহকারী কমিশনার ভূমি ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট শুভ দেবনাথ, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাশমত আলী সহ প্রশাসনের উদ্ধর্ধতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, দুর্গাপুর উপজেলা ছয় ইউপিতে ৬৪হাজার ৫৩৩ জন পুরুষ এবং ৬৩ হাজার ৯৫২ জন নারী ভোটার আছেন। ছয় ইউপিতে চেয়ারম্যান পদে ১৭, সংরক্ষিত নারী সদস্য পদে ৫৪ ও সাধারণ সদস্য পদে

১৯৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ছয় ইউনিয়নের ৫৫টি ভোটকেন্দ্রের ভোট নেওয়া হবে।
জানতে চাইলে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাশমত আলী বলেন, শুক্রবার রাত কিছু জায়গা বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শণ করেছেন। এ সব ঘটনায় এক বগিরাগতকে আটক করে ৫৪ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।

ওসি বলেন, চার ধাপে আমরা নিরাপত্তা জোরদার করেছি। ইতিমধ্যে ভোটকেন্দ্রগুলোতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা গিয়েছেন। এলাকায় টহল বাড়ানো হয়েছে। এলাকায় যাতে কোনো সহিংসতা না ঘটে সে বিষয়ে বিশেষ সতর্কতা অবলম্বন করা হচ্ছে। ভোটের দিন মাঠে পুলিশ, র‌্যাব, বিজিবি, ম্যাজিস্ট্রেট টহলে থাকবেন।

উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটানিং কর্মকর্তা আসাদুজ্জামান বলেন, নির্বাচন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য হবে। নির্বাচনে সবার জন্য সমান সুযোগ সৃষ্টি করা হয়েছে। প্রচারণার সময় দু-একটি বিচ্ছিন্ন ঘটনার খবর শুনেছি। এ ছাড়া তেমন কোনো সহিংসতার ঘটনা ঘটেনি। নির্বাচনের সময়ও যেন না ঘটে সেদিকে আমরা বিশেষ খেয়াল রাখছি।

শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..