ময়মনসিংহের ভালুকায় মাটি বোঝাই ট্রাকচাপায় সিএনজিচালকসহ তিনজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। বৃহস্পতিবার (৭ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে ভালুকা গফরগাঁও সড়কের ধলিয়া রাংচাপড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে দুজন হলেন-ভালুকা উপজেলার পরুরা এলাকার আব্দুল মতিন (৫০) ও একই এলাকার হোসেন আলী (৪৫)। অপরজনের নাম জানা যায়নি।
এ বিষয়টি নিশ্চিত করে ভালুকা থানার ওসি মো. কামাল হোসেন বলেন, ভালুকা গফরগাঁও সড়কের ধলিয়া রাংচাপড়া নামক স্থানে যাত্রী বোঝাই একটি সিএনজি দাঁড়িয়ে ছিল। এ সময় গফরগাঁও থেকে ভালুকাগামী একটি মাটি বোঝাই ট্রাক সিএনজিকে চাপায় দেয়। এতে ঘটনাস্থলেই সিএনজিচালকসহ দুজন মারা যায়। এ সময় গুরুতর আহত হয় আরও চারজন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। আহতদের হাসপাতালে আনার পর আরও একজন মারা যায়। তিনি আরও বলেন, পুলিশ ঘটনাস্থলে কাজ করছেন। পরে বিস্তারিত জানানো হবে।
বিএ
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল :[email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০
Copyright © 2024 Onusandhan. All rights reserved.