নওগাঁর মহাদেবপুরে হাসান আলী (১৭) নামে এক কিশোর চালককে হত্যা করে তার অটোরিক্স ছিনতাই করা হয়েছে। তিনি উপজেলার খাজুর ইউনিয়নের কোর্দ্দকালনা গ্রামের আহাদ আলীর ছেলে। রোববার (২০ ফেব্রæয়ারি) সকালে স্থানীয়রা উপজেলার হাতুড় ইউনিয়নের সাবইল মোড়ে রাস্তার পাশের বোরো ধানক্ষেতের পানিতে ডুবানো অবস্থায় তার
লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দিলে মহাদেবপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার এটিএম মাইনুল ইসলাম, মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আজম উদ্দিন মাহমুদ, ইন্সপেক্টর (তদন্ত) আবুল কালাম আজাদ ও রাজশাহীর সিআইড টিম ঘটনাস্থল পরিদর্শন করেন। দুপুরে লাশ উদ্ধার করে বিকেলে ময়না তদন্তের জন্য নওগাঁ মর্গে পাঠানো হয়। নিহতের পারিবারিক
সূত্র জানায়, প্রতিদিনের মত শনিবার (১৯ ফেব্রæয়ারি) সকালে হাসান ভাড়ায় চালানোর জন্য তার অটোরিক্সা নিয়ে বের হয়। রাতে বাড়ি না ফেরায় পরিবারের লোকজন বিভিন্ন স্থানে খোঁজাখুজি করতে থাকেন। মহাদেবপুর থানার ওসি জানান, তার অটোরিক্সাটি ছিনতাই করতেই তাকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে। এব্যাপারে নিহতের পিতা বাদি হয়ে থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
বিএ
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল :[email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০
Copyright © 2024 Onusandhan. All rights reserved.