সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০১:৪৯ অপরাহ্ন

ভ্যানচালককে বলাৎকারের অভিযোগে এসআই কারাগারে

নিজস্ব প্রতিবেদক
  • আপলোডের সময় : শনিবার, ১৯ মার্চ, ২০২২

ভ্যানচালককে বলাৎকারের অভিযোগে করা মামলায় গ্রেপ্তার রংপুরের পীরগাছা থানার উপ-পুুলিশ পরিদর্শক (এসআই) স্বপন কুমারকে কারাগারে পাঠিয়েছে আদালত।

পীরগাছা আমলি আদালতের বিচারক হাসানুল হক শুক্রবার রাত সাড়ে দশটায় তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

আদালত পরিদর্শক গোলাম মোস্তফা  বিষয়টি নিশ্চিত করেছেন। বলাৎকারের অভিযোগ তোলা ভ্যানচালকের ভাইয়ের করা মামলায় শুক্রবার বিকেলে স্বপন কুমারকে গ্রেপ্তার করে পুলিশ।

এর আগে স্বপন কুমারকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে বলে জানান সহকারী পুলিশ সুপার আশরাফুল আলম। ভুক্তভোগী ভ্যানচালক এখন রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

তার বরাত দিয়ে স্ত্রী ও ভাই জানান, একই এলাকায় বাসা হওয়ায় এসআই স্বপন কুমারের সঙ্গে আগে থেকে তাদের পরিচয় আছে। সন্তানসম্ভবা স্ত্রী বাবার বাড়ি যাওয়ায় বুধবার রাতে বাড়িতে একা ছিলেন স্বপন। একা থাকতে ভয় পাচ্ছেন জানিয়ে ওই ভ্যানচালককে তিনি বাসায় ডেকে নেন। এরপর ফলের সঙ্গে চেতনানাশক মিশিয়ে তাকে খাওয়ান।

সকালে জ্ঞান ফিরলে ওই ভ্যানচালক বুঝতে পারেন যে তার রক্তক্ষরণ হচ্ছে। বাড়ি ফিরে সব জানালে তাকে স্বজনরা রংপুর মেডিক্যালে ভর্তি করে।

বিএ

শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..