ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের উপ-নির্বাচনে ভোটার উপস্থিতি না থাকার বিষয়ে নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. শাহগীর আলম বলেছেন- আজকে দিনটা মেঘলা-গ্লুমি। সেকারণে ভোটার উপস্থিতি কম। আমরা আশা করছি দিন গড়ানোর সাথে সাথে ভোটার উপস্থিতি বাড়বে। আমরা সর্বাত্মক প্রস্তুতি নিয়েছি।
যত ধরনের ব্রিফিং করেছি। সাড়ে ৮টায় ভোট শুরু হয়েছে, এখন পর্যন্ত আমরা কোথাও থেকে কোন অভিযোগ পায়নি। যেহেতু ইভিএমে ভোটটা নতুন, ভোটার তার ভোট কোন বুথে সেটা না বুঝে অন্য বুথে যাচ্ছে, এই একটা কমপ্লেইন ছাড়া আর কোন কমপ্লেইন নেই। প্রার্থীদের এজেন্টও আছে। তিনি সরাইল অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্র পরিদর্শন করতে এসে সাংবাদিকদের একথা বলেন। আর পুলিশ সুপার মোহাম্মদ শাখাওয়াত হোসেন বলেন, কয়েকটা কেন্দ্র ঘুরে দেখলাম।
সব জায়গায় শান্তিপূর্ণ অবস্থা বিরাজ করছে। আশা করি ভোটাররা শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে ভোট দিয়ে ভোট উৎসবটা এনজয় করতে পারবে।
জেএন
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল :[email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০
Copyright © 2024 Onusandhan. All rights reserved.