ইতালির উপকূলে ভূমধ্যসাগরে নৌকায় ভাসতে থাকা অভিবাসনপ্রত্যাশী সাত বাংলাদেশির মৃত্যু হয়েছে। কর্তৃপক্ষের বরাত দিয়ে মঙ্গলবার এ খবর জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। ইতালির আগ্রিগ্যান্টো অঞ্চলের প্রসিকিউটর লুইজি প্যাট্রোনাজিয়ো এক বিবৃতিতে জানিয়েছেন, দেশটির ল্যাম্পাডুসা দ্বীপের উপকূলে ঠান্ডাজনিত কারণে তাদের মৃত্যু হয়েছে।
একটি নৌযানে করে লিবিয়া থেকে ইউরোপের দেশ ইতালির পথে সাগর পাড়ি দিচ্ছিলেন তারা।
বৈরী আবহাওয়ার কারণে ভূমধ্যসাগরের জনমানবশূন্য দ্বীপ ল্যাম্পিয়নে আশ্রয় নিতে চেয়েছিল অভিবাসনপ্রত্যাশী দলটি। উপকূল থেকে ২৮ কিলোমিটার দূরে থাকা অবস্থায় তীব্র ঠান্ডায় তাদের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। দেশটির কোস্টগার্ড সদস্যরা মৃতদেহ উদ্ধার করেন। আহতদের দেয়া হয় প্রাথমিক চিকিৎসা।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ল্যাম্পাডুসার মেয়র স্যালভাটর মারটেল্লো বলেন, ‘নৌযানটিতে অন্তত ২৮০ জন অভিবাসনপ্রত্যাশী ছিলেন। তাদের অধিকাংশের উৎস দেশ বাংলাদেশ ও মিসর।’
বিএ
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল :[email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০
Copyright © 2024 Onusandhan. All rights reserved.