ভারতে দৈনিক সংক্রমণের গ্রাফ নিম্নমুখী হলেও আতঙ্ক বাড়াচ্ছে নযা ভ্যারিয়েন্ট ওমিক্রন৷ গতকালকের তুলনায় আজকে দেশের দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা এক ধাক্কায় অনেকটাই কমেছে৷ সেই সঙ্গে এক লাফে অনেকটা বেড়েছে দেশের ওমিক্রন আক্রান্তের সংখ্যা৷ ইতিমধ্যেই দেশে ওমিক্রন আক্রান্তের সংখ্যা পার করেছে ৩৫০-র গণ্ডি৷ এদিকে গত ২৪ ঘণ্টায় দেশের দৈনিক সংক্রমণ ছিল ৬৬৫০৷ গতকালকের থেকে এই সংখ্যা প্রায় ৮৫০ কম৷ দেশে মোট করোনা সংক্রামিতের সংখ্যা বেড়ে দাড়াল ৩ কোটি ৪৭ লক্ষ ৭২ হাজার ৬২৬৷
এদিকে গতকাল স্বাস্থ্য মন্ত্রকের প্রকাশিত বুলেটিনে জানানো হয়েছিল দেশে ওমিক্রন আক্রান্ত ২৩৬ জন৷ আর ২৪ ঘণ্টার মধ্যে সেই সংখ্যা পৌঁছেছে ৩৫৮-এ৷ স্বাস্থ্যমন্ত্রকের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়ে মারা গিয়েছেন ৩৫৮ জন করোনা সংক্রামিত রোগী৷ তার আগের দিন ৪৩৪ জন করোনা সংক্রামিত মারা গিয়েছিলেন৷ এখনও পর্যন্ত দেশে ৪ লক্ষ ৭৯ হাজার ১৩৩ জনের মৃত্যু হয়েছে৷
এদিকে মহারাষ্ট্রে ২৩ জন নতুন ওমিক্রন আক্রান্তের খোঁজ মিলেছে৷ এর মধ্যে মুম্বইতে পাঁচ এবং পুণেতে ১৩ জন আছে৷ এর জেরে গোটা মহারাষ্ট্রে মোট ওমিক্রন আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৮৮৷ অপরদিকে দিল্লিতে ওমিক্রন সংক্রমিতের সংখ্যা দ্রুত বাড়ছে৷ গত ২৪ ঘণ্টায় রাজধানীতে নতুন করে কোনও ওমিক্র আক্রান্তের হদিশ অবশ্য মেলেনি৷ তবে সেখানে মোট ওমিক্রন আক্রান্তের সংখ্যা ৬৪৷ তারপরেই তালিকায় আছে তেলাঙ্গানা ও কর্ণাটক। নতুন করে ওমিক্রন হানা দিয়েছে অন্ধ্রপ্রদেশ ও রাজস্থানে। সব মিলিয়ে এখনও পর্যন্ত দেশের ১৫টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে বাসা বেঁধেছে ওমিক্রন।
বিএ
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল :[email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০
Copyright © 2024 Onusandhan. All rights reserved.