উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদকে কেন্দ্র করে বৈচিত্র্যময় মিউজিক্যাল চেয়ার হয়ে উঠেছে পুঠিয়া উপজেলা আ’লীগ। নেতারা কমবেশি তিনভাগে বিভক্ত হয়ে পড়েছে। উপজেলার সভাপতি একজনের তো সেক্রেটারি আরেকজনের। দুলাভাই একজনের তো শ্যালক আরেকজনের। বড়ভাই একদিকে তো ছোটভাই অন্যদিকে। সবার মুখেই জয়বাংলা। সেইসাথে সবাই বলছে বঙ্গবন্ধু আর শেখ হাসিনার লোক তারা। একটি চেয়ারের জন্য প্রচারের পাশাপাশি চলছে অভিযোগ পাল্টা অভিযোগ। সেইসাথে বাকযুদ্ধ। এসবের ফলাফল তাপদাহের পাশাপাশি উত্তপ্ত পুঠিয়া।
পুঠিয়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে লড়ছেন তিনজন। বর্তমান চেয়ারম্যান জিএম হীরা বাচ্চু মোটরসাইকেল প্রতীক নিয়ে। আহসানুল হক মাসুদ প্রতিদ্বন্দ্বিতা করছেন ঘোড়া প্রতীক নিয়ে। আর আব্দুস সামাদ আনারস প্রতীক নিয়ে মাঠে রয়েছেন।
এরমধ্যে রাজশাহী জেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আহসানুল হক মাসুদ ঘোড়া প্রতীক নিয়ে নীরবে ছুটে চলেছেন মানুষের কাছে। তার সাথে রয়েছেন উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক শাহরিয়ার রহিমসহ বেশ কয়েকজন নেতা।
বর্তমান চেয়ারম্যান জিএম হীরা বাচ্চু মোটরসাইকেল প্রতীক নিয়ে মাঠ চষে বেড়াচ্ছেন। তার সাথে রয়েছেন উপজেলা আ’লীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মালেকসহ কয়েকজন নেতা।
রাজশাহী জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুস সামাদ আনারস প্রতীক লড়ছেন। তার সাথে রয়েছেন উপজেলা আ’লীগের সভাপতি নজরুল ইসলামসহ কয়েকজন নেতা।
সম্প্রতি এমপি নির্বাচনে আব্দুল ওয়াদুদ দারা নির্বাচিত হওয়ার পেছনে বিশাল ভুমিকা রেখেছিলেন জিএম হীরা বাচ্চু। কিন্তু বিধি বাম। এমপি নির্বাচিত হয়েই আব্দুল ওয়াদুদ দারা তাকে সমর্থন না করে সমর্থন করছেন আব্দুস সামাদকে। এমন অভিযোগ জিএম হীরা বাচ্চুর। ইতিমধ্যে এসবের বিরুদ্ধে বিক্ষোভ করেছেন হীরা বাচ্চুর সমর্থকরা। এমপি সহ কয়েকজনের বিরুদ্ধে সহকারী রিটার্নিং অফিসারর কাছে নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগ করেছেন লিখিতভাবে।
দলের লোকজনের মাঝে গুন্ঞ্জন রয়েছে উপজেলা পরিষদ নির্বাচনে প্রথম দিকে হীরা বাচ্চুকে সমর্থন করেন স্থানীয় মন্ত্রী। কিন্তু দু’ তিন দিন থেকে বোঝা যাচ্ছে তিনি সমর্থন করছেন আব্দুস সামাদকে। এমন পল্টি দেওয়াকে ভালো ভাবে নিচ্ছে না অনেক নেতাকর্মী। তারা বলছেন এবারের এমপি নির্বাচনে যে পরিস্থিতির সৃষ্টি হয়েছিল তাতে আব্দুল ওয়াদুদ দারা এমপি নির্বাচিত হতে পারতেন না। হীরা বাচ্চুর বলিষ্ঠ ভুমিকা এমপি হয়েছেন তিনি।
আহসানুল হক মাসুদ বলেন, আমি সমর্থকের নিয়ে ভোটারদের কাছে যাচ্ছি।জনগণের সমর্থন কামনা করছি।
আব্দুস সামাদ বলেন, আমি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। বিভিন্ন অভিযোগের বিষয় তিনি কোনো মন্তব্য করতে চাননি।
জিএম হীরা বাচ্চু বলেন, দলের একটি মহল সামাদকে জেতাতে তৎপর হয়ে উঠেছে। আমি গত পাঁচ বছর উন্নয়ন করেছি। আশির দশক থেকে জনগণের পাশে আছি।
তবে তিন প্রার্থীই সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হলে জিতবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন।
বিএ…