ময়মনসিংহের গফরগাঁওয়ে গাছের ডাল কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে স্কুলছাত্রসহ দুজনের মৃত্যু হয়েছে। রোববার (৫ ডিসেম্বর) বিকেলে উপজেলার রসুলপুর ইউনিয়নের ভরভরা নামাপাড়া গ্রামে ঘটনা ঘটে। নিহতরা হলেন- উপজেলার ভরভরা নামাপাড়া গ্রামের মৃত আলী হোসেনের ছেলে রাজিব মিয়া (২১) ও অপরজন ওছমান ওরফে রামিম (১২)। সে একই গ্রামের কাইয়ুম মিয়ার ছেলে এবং স্থানীয় এক বিদ্যালয়ে ৬ষ্ঠ শ্রেণিতে ছাত্র ছিল।
গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহমেদ জানান, বিকেলে রসুলপুর ইউনিয়নের ভরভরা নামাপাড়া গ্রামে গাছের ডাল কাটতে যান রাজিব। রামিম তার পাশেই দাঁড়িয়ে ছিল। হঠাৎ রাজিব বিদ্যুৎস্পৃষ্ট হলে রামিম তাকে বাঁচাতে গেলে দুজনই পাশের পুকুরে ছিটকে পরে যায়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তাদের মৃত্যু হয়।
তিনি আরও বলেন, কোনো অভিযোগ না থাকায় মরদেহ দাফনের জন্য স্বজনদের বুঝিয়ে দেওয়া হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে।
জেএন
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল :[email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০
Copyright © 2024 Onusandhan. All rights reserved.