পুলিশের কাজের গতি আরও বাড়ানো দরকার উল্লেখ করে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, বিএসএফ নিজেদের কাজ করবে। আর পুলিশকে পুলিশের কাজ করতে দিতে হবে।
বৃহস্পতিবার কৃষ্ণনগরে প্রশাসনিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই প্রশাসনিক বৈঠক থেকে মুখ্যমন্ত্রী থানার আইসিদের এলাকায় নজরদারি বাড়ানোর ওপর জোর দেন।
মমতা বলেন, ‘করিমপুর থেকে শুরু করে আপনাদের বাংলাদেশ বর্ডার রয়েছে। থানার আইসিদের বলব, একটু ঘোরাঘুরি বাড়ান। চেকিং বাড়ান। বিএসএফ আপনার এলাকায় গিয়ে কোনো অনুমতি ছাড়া যেন কিছুতে জড়িয়ে পড়তে না পারে। সে বিষয়টিতে নজরে রাখতে হবে।’
একইসঙ্গে মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়ে দেন, ‘মানুষের ওপর অত্যাচার হোক, সেটা আমি কোনোভাবেই সহ্য করব না।’
পাকিস্তান ও বাংলাদেশের সঙ্গে আন্তর্জাতিক সীমান্ত রয়েছে, এমন তিন রাজ্যে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)-র ক্ষমতা বাড়িয়েছে দেশটির কেন্দ্রীয় সরকার। ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় নতুন এই নির্দেশনা জারি করেছে।
নির্দেশনা অনুযায়ী, ভারতের পাঞ্জাব, আসাম ও পশ্চিমবঙ্গে আন্তর্জাতিক সীমান্ত থেকে ভারতীয় ভূখণ্ডে ৫০ কিলোমিটার পর্যন্ত এলাকায় গ্রেফতার, তল্লাশি এবং বাজেয়াপ্ত করার কাজ করতে পারবে বিএসএফ।
বিএ
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল :[email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০
Copyright © 2024 Onusandhan. All rights reserved.